প্রশ্ন-১. একুশ শতকের সম্পদ কী ?
প্রশ্ন-২. পৃথিবীর সম্পদ কোনটি ?
প্রশ্ন-৩. মানুষ পৃথিবীর সম্পদ, মানুষই পারে— ?
i. জ্ঞান সৃষ্টি করতে
ii. জ্ঞান ধারণ করতে
iii. জ্ঞান ব্যবহার করতে
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-৪. একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে ?
প্রশ্ন-৫. Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার কারণ কী ?
প্রশ্ন-৬. তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিকাশের ফলাফল— ?
i. Green House Effect
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক ?
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
হাবিব স্যার ক্লাসে পড়ানোর সময় একুশ শতাব্দীর আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
হাবিব স্যারের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি
প্রশ্ন-৮. হাবীব স্যার যে বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন— ?
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-৯. প্রকৃতির ওপর মানুষের নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী ?
প্রশ্ন-১০. একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে ?
প্রশ্ন-১১. অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয় ?
প্রশ্ন-১২. কোন ব্যক্তি অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন ?
প্রশ্ন-১৩. কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয় ?
প্রশ্ন-১৪. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে ?
প্রশ্ন-১৫. বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি ?
প্রশ্ন-১৬. বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন কোন বিজ্ঞানী ?
প্রশ্ন-১৭. জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন ?
প্রশ্ন-১৮. কত সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন ?
প্রশ্ন-১৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন ?
প্রশ্ন-২০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন ?
প্রশ্ন-২১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে ?
প্রশ্ন-২২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে ?
প্রশ্ন-২৩. ফেসবুকের নির্মাতা কে ?
প্রশ্ন-২৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে - ?
i. স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-২৫. স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো- ?
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক ?