প্রশ্ন-১. হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি ?
প্রশ্ন-২. ক্যাশমেমো কয় সেট তৈরি করা হয় ?
প্রশ্ন-৩. ক্রেডিট নোট কে তৈরি করেন ?
প্রশ্ন-৪. মাল ক্রয়–বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি ?
প্রশ্ন-৫. ‘দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান।’ এই ধারণাই— ?
প্রশ্ন-৬. দুতরফা দাখিলা পদ্ধতি একটি— ?
প্রশ্ন-৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কীভাবে ?
প্রশ্ন-৮. নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ?
প্রশ্ন-৯. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি ?
প্রশ্ন-১০. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির— ?
i. মূল বৈশিষ্ট্য
ii. মূলনীতি
iii. মূল উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-১১. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কোনটির বৈশিষ্ট্য ?
প্রশ্ন-১২. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ—?
প্রশ্ন-১৩. নিচের কোনটি লেনদেন নয় ?
নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর উত্তর দাও
অভিষেক একজন সফল ব্যবসায়ী। তিনি ২ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময় নগদ ১০ হাজার টাকার পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ২০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা কর্মচারীদের বেতন এবং ৭ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাশ পাঠালেন।
প্রশ্ন-১৪. কোনটি লেনদেন নয় ?
প্রশ্ন-১৫. অভিষেকের মোট খরচের পরিমাণ কত ?
প্রশ্ন-১৬. ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে ?
প্রশ্ন-১৭.মালিকানাস্বত্ব বাড়লে—?
i. দায় কমবে
ii. সম্পদ বাড়বে
iii. আয় কমবে
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-১৮. মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি ?
উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০ হাজার টাকা, ব্যাংকঋণ ৫০ হাজার ও পণ্যদ্রব্য ১৫ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।
প্রশ্ন-১৯. জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ?
প্রশ্ন-২০. উপর্যুক্ত ৫০ হাজার টাকার লেনদেনের ফলে কোনটি বৃদ্ধি পাবে ?
প্রশ্ন-২১. অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব ?
প্রশ্ন-২২. সুকা প্যাসিওলি ছিলেন ?
প্রশ্ন-২৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ?
প্রশ্ন-২৪. হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয়- ?
প্রশ্ন-২৫. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে ?