image image image

বিষয়:হিসাব-বিজ্ঞান

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. হিসাববিজ্ঞানের আধুনিক সমীকরণ কোনটি ?

ক. A=(C+L+I-E) খ. A=L+(C+R-E-D) গ. A= L+(C+I-E) ঘ. A=L+(E+I-D-R)

প্রশ্ন-২. ক্যাশমেমো কয় সেট তৈরি করা হয় ?

ক. দুই সেট খ. তিন সেট গ. চার সেট ঘ. পাঁচ সেট

প্রশ্ন-৩. ক্রেডিট নোট কে তৈরি করেন ?

ক. ক্রেতা খ. বিক্রেতা গ. রপ্তানিকারক ঘ. ব্যবস্থাপক

প্রশ্ন-৪. মাল ক্রয়–বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি ?

ক. ভাউচার খ. চালান গ. ক্যাশমেমো ঘ. ডেবিট নোট

প্রশ্ন-৫. ‘দুতরফা দাখিলা পদ্ধতিতে মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান।’ এই ধারণাই— ?

ক. হিসাববিজ্ঞানের ভিত্তি খ. হিসাবরক্ষণের ভিত্তি গ. হিসাব সমীকরণের ভিত্তি ঘ. উৎপাদন ব্যয়ের ভিত্তি

প্রশ্ন-৬. দুতরফা দাখিলা পদ্ধতি একটি— ?

ক. রিপোর্টিং পদ্ধতি খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

প্রশ্ন-৭. দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিত হয় কীভাবে ?

ক. আংশিকভাবে খ. পরিপূর্ণরূপে গ. মিশ্ররূপে ঘ. জটিলরূপে

প্রশ্ন-৮. নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ?

ক. ব্যয় নিয়ন্ত্রণ খ. বিজ্ঞানসম্মত প্রয়োগ গ. দ্বৈতসত্তা ঘ. পরিপূর্ণ হিসাব সংরক্ষণ

প্রশ্ন-৯. দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি ?

ক. সামগ্রিক ফলাফল নির্ণয় খ. আর্থিক অবস্থা নিরূপণ গ. সঠিক কর নির্ধারণ ঘ. মোট পাওনা নির্ণয়

প্রশ্ন-১০. সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির— ?

i. মূল বৈশিষ্ট্য

ii. মূলনীতি

iii. মূল উদ্দেশ্য

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১১. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কোনটির বৈশিষ্ট্য ?

ক. দুতরফা দাখিলার খ. লেনদেনের গ. হিসাববিজ্ঞানের ঘ. জাবেদার

প্রশ্ন-১২. সব ধরনের ঘটনা লেনদেন নয়। কারণ—?

ক. সব ধরনের ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় না খ. সব ঘটনা আর্থিক মূল্যে নিরূপণ করা যায় গ. ঘটনার ফলে কোনো সম্পত্তির হস্তান্তর হতে পারে ঘ. ঘটনায় কোনো দায়ের হস্তান্তর হতে পারে

প্রশ্ন-১৩. নিচের কোনটি লেনদেন নয় ?

ক. ধারে পণ্য ক্রয় ১০ হাজার টাকা খ. ধারে পণ্য বিক্রয় ৫ হাজার টাকা গ. পাওনাদারকে পরিশোধ ১০ হাজার টাকা ঘ. ২০ হাজার টাকা বেতনে কর্মচারী নিয়োগ

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর উত্তর দাও

অভিষেক একজন সফল ব্যবসায়ী। তিনি ২ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তী সময় নগদ ১০ হাজার টাকার পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ২০ হাজার টাকা এবং ৫ হাজার টাকা কর্মচারীদের বেতন এবং ৭ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাশ পাঠালেন।

প্রশ্ন-১৪. কোনটি লেনদেন নয় ?

ক. নগদ ক্রয় ১০ হাজার টাকা খ. বিক্রয় ২০ হাজার টাকা গ. বেতন প্রদান ৫ হাজার টাকা ঘ. ক্রয়ের ফরমাশ ৭ হাজার টাকা

প্রশ্ন-১৫. অভিষেকের মোট খরচের পরিমাণ কত ?

ক. ৫ হাজার টাকা খ. ১০ হাজার টাকা গ. ১৫ হাজার টাকা ঘ. ২০ হাজার টাকা

প্রশ্ন-১৬. ব্যবসায়ে ব্যয় বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে ?

ক. দায় হ্রাস পায় খ. মালিকানাস্বত্ব বৃদ্ধি পায় গ. মালিকানাস্বত্ব হ্রাস পায় ঘ. দায় বৃদ্ধি পায়

প্রশ্ন-১৭.মালিকানাস্বত্ব বাড়লে—?

i. দায় কমবে

ii. সম্পদ বাড়বে

iii. আয় কমবে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১৮. মালিকানাস্বত্বকে প্রভাবিত করার উপাদান নিচের কোনটি ?

ক. নগদান হিসাব খ. উত্তোলন হিসাব গ. ব্যাংক হিসাব ঘ. পাওনাদার হিসাব

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব আয়ান ২০২০ সালের ১ জানুয়ারি নগদ ৪০ হাজার টাকা, ব্যাংকঋণ ৫০ হাজার ও পণ্যদ্রব্য ১৫ হাজার টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন।

প্রশ্ন-১৯. জনাব আয়ানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ?

ক. ৩৫ হাজার টাকা খ. ৪০ হাজার টাকা গ. ৫৫ হাজার টাকা ঘ. ১ লাখ ৫০০ টাকা

প্রশ্ন-২০. উপর্যুক্ত ৫০ হাজার টাকার লেনদেনের ফলে কোনটি বৃদ্ধি পাবে ?

ক. দীর্ঘমেয়াদি দায় খ. মালিকানাস্বত্ব গ. স্থায়ী সম্পদ ঘ. চলতি দায়

প্রশ্ন-২১. অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব ?

ক. অব্যক্তিবাচক হিসাব খ. প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব গ. স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব ঘ. কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব

প্রশ্ন-২২. সুকা প্যাসিওলি ছিলেন ?

ক. গণিতশাস্ত্রবিদ খ. হিসাবশাস্ত্রবিদ গ. অর্থনীতিবিদ ঘ. ব্যবসায়ী

প্রশ্ন-২৩. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ?

ক. কর কর্তৃপক্ষ খ. বিনিয়োগকারিগণ গ. পাওনাদারগণ ঘ. ব্যবস্থাপকগণ

প্রশ্ন-২৪. হিসাববিজ্ঞানের আদিভূমি বলা হয়- ?

ক. রোমকে খ. ভেনিসকে গ. নিউইয়র্ক ঘ. প্যারিস

প্রশ্ন-২৫. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে ?

ক. বিনিয়োগকারী খ. শ্রমিক সংঘ গ. ভোক্তা সংঘ ঘ. ব্যবস্থাপনা কর্তৃপক্ষ

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন