প্রশ্ন-১. বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি ?
প্রশ্ন-২. কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখগহ্বরের কোথাও বাধা পায় না ?
প্রশ্ন-৩. ধ্বনির প্রতীককে কী বলা হয় ?
প্রশ্ন-৪. সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক ?
প্রশ্ন-৫. ‘ষ্ণ’ যুক্তবর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি ?
প্রশ্ন-৬. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে ?
প্রশ্ন-৭. ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কী ?
প্রশ্ন-৮. নিচের কোন জোড়টি যুক্তবর্ণের রূপভেদকে প্রকাশ করে ?
প্রশ্ন-৯. বাংলা কারবর্ণের সংখ্যা কত ?
প্রশ্ন-১০. বাংলা সংখ্যাবর্ণ কয়টি ?
প্রশ্ন-১১. ক্রিয়ার সঙ্গে বাক্যের কোন পদের সম্পর্ককে কারক বলে ?
প্রশ্ন-১২. ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তেমন কারকের নাম কী ?
প্রশ্ন-১৩. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি ?
প্রশ্ন-১৪. ‘আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম’— বাক্যটিতে ‘আমরা’ কোন কারক ?
প্রশ্ন-১৫. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে ?
প্রশ্ন-১৬. শিক্ষককে জানাও’—এই বাক্যে ‘শিক্ষককে’ কোন কারক ?
প্রশ্ন-১৭. ‘জমি থেকে ফসল পাই’—বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক ?
প্রশ্ন-১৮. কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায় ?
প্রশ্ন-১৯. ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কী বলে ?
প্রশ্ন-২০. কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত হয় কোনটি ?
প্রশ্ন-২১. “নিয়মিত সাতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে” এটা কোন ধরণের বাক্য ?
প্রশ্ন-২২. বাংলা ভাষার মৌলিক ধ্বনি কত টি ?
প্রশ্ন-২৩. কোন কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে’, ‘চেয়ে’ ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে ?
প্রশ্ন-২৪. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়।’ —এ বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা হয়েছে ?
প্রশ্ন-২৫. কোনটি শুদ্ধ বাক্য ?