প্রশ্ন-১. আধুনিক ‘রসায়নের জনক’ বলা হয় কোন বিজ্ঞানীকে ?
প্রশ্ন-২. কপারের সঙ্গে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয় ?
প্রশ্ন-৩. অ্যাটমের ধারণা দেন কে ?
প্রশ্ন-৪. কাঁচা আমে কোন অ্যাসিড থাকে ?
প্রশ্ন-৫. ফল পাকলে কী ধরনের পরিবর্তন ঘটে ?
প্রশ্ন-৬. কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি ?
প্রশ্ন-৭. পেটের অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিড দায়ী ?
প্রশ্ন-৮. হাইড্রোকার্বন হলো— ?
i. কেরোসিন
ii. মোম
iii. প্রাকৃতিক গ্যাস
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-৯. খাবারের পানি মানবদেহে— ?
i. বিভিন্ন পদার্থের দ্রাবক হিসেবে কাজ করে
ii. বিষাক্ত পদার্থ বের করে দেয়
iii. Ca ও Mg ধাতুর লবণ সরবরাহ করে
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১০. বিদ্যুৎ উৎপাদনের জন্য অনবায়নযোগ্য প্রচলিত শক্তির উৎস কী ?
প্রশ্ন-১১. কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি ?
প্রশ্ন-১২. ভারী ধাতুর সংখ্যা- ?
প্রশ্ন-১৩. নিশাদলের সংকেত কোনটি ?
প্রশ্ন-১৪. ন্যাপথলিনের সংকেত কোনটি ?
প্রশ্ন-১৫. প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনটির ঘনত্ব বেশি ?
প্রশ্ন-১৬. ইউরিয়ার গলনাঙ্ক কত ?
প্রশ্ন-১৭. কোনটির আন্ত–আণবিক শক্তি সবচেয়ে বেশি ?
প্রশ্ন-১৮. কোনটির আন্ত–আণবিক শক্তি সবচেয়ে কম ?
প্রশ্ন-১৯. নিচের কোনটির প্রসারণশীলতা সবচেয়ে বেশি ?
প্রশ্ন-২০. ফুলের সুগন্ধ জড়ায় কোন প্রক্রিয়ায় ?
প্রশ্ন-২১. ব্যাপনের হার হ্রাস পাবে— ?
i. ভর বেশি হলে
ii. ঘনত্ব বেশি হলে
iii. বাষ্প বেশি হলে
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২২. চাপ ও উষ্ণতা স্থির থাকলে পদার্থের আকার বা আয়তন অপরিবর্তিত থাকে কোন পদার্থের ?
প্রশ্ন-২৩. পারদ এক পাত্র থেকে অন্য পাত্রে ঢাললে নিচের কোনটির পরিবর্তন ঘটবে ?
প্রশ্ন-২৪. পানি, তরল প্রভৃতি পদার্থের বৈশিষ্ট্য হলো, নির্দিষ্ট— ?
i. আকৃতি
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৫. SO₂, CO₂, H₂S প্রভৃতির বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট— ?
i. স্ফুটনাঙ্ক
ii. আয়তন
iii. ভর
নিচের কোনটি সঠিক