image image image

বিষয়: অর্থনীতি

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. ‘Economics’ কোন শব্দ থেকে এসেছে ?

ক. Oikonomia খ. Ekonomia গ. Onkomia ঘ. Konomia

প্রশ্ন-২. প্রাচীন ভারতে কোন সময়ে ‘কৌটিল্যর অর্থশাস্ত্র’ আলোচিত হয় ?

ক. ৪র্থ খ্রিষ্টপূর্ব খ. ৫ম খ্রিষ্টপূর্ব গ. ৬ষ্ঠ খ্রিষ্টপূর্ব ঘ. ৭ম খ্রিষ্টপূর্ব

প্রশ্ন-৩. ‘বাণিজ্যবাদ’–এর প্রসারকাল কোনটি ?

ক. ১৪০০–১৫০০ খ. ১৫৯০–১৭২০ গ. ১৫৯০–১৭৮০ ঘ. ১৭৯০–১৮৮০

প্রশ্ন-৪. ‘Mercanitlism’ শব্দটির অর্থ কী ?

ক. ভূমিবাদ খ. বাণিজ্যবাদ গ. সাম্রাজ্যবাদ ঘ. পুঁজিবাদ

প্রশ্ন-৫. কারা রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধির জন্য অধিক রপ্তানি করত ?

ক. রোমানরা খ. গ্রিকরা গ. ফরাসিরা ঘ. ইংল্যান্ডের ব্যবসায়ীরা

প্রশ্ন-৬. ‘Physiocracy’ শব্দটির অর্থ কী ?

ক. বাণিজ্যবাদ খ. ভূমিবাদ গ. সাম্রাজ্যবাদ ঘ. শরীরতত্ত্ব

প্রশ্ন-৭. ইংল্যান্ড শিল্পপণ্য রপ্তানি করে কী আমদানি করত ?

ক. কৃষি উপকরণ খ. শ্রমিক গ. মূল্যবান প্রাচীন দ্রব্য ঘ. মূল্যবান ধাতু

প্রশ্ন-৮. কৃষিকে উৎপাদনশীল কাজ মনে করা হতো কোন মতবাদে ?

ক. সাম্রাজ্যবাদে খ. ভূমিবাদে গ. পুঁজিবাদে ঘ. বাণিজ্যবাদে

প্রশ্ন-৯. কারা ভূমিবাদ মতবাদ প্রচার করেন ?

ক. গ্রিকরা খ. ফরাসিরা গ. রোমানরা ঘ. ভারতীয়রা

প্রশ্ন-১০. অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ কোন দেশের নাগরিক ছিলেন ?

ক. আমেরিকার খ. ফ্রান্সের গ. ইতালির ঘ. ইংল্যান্ডের

প্রশ্ন-১১. কে সর্বপ্রথম অর্থনীতিকে একটা স্বতন্ত্র ও বিশিষ্ট শাস্ত্রে রূপদান করেন ?

ক. আলফ্রেড মার্শাল খ. অ্যাডাম স্মিথ গ. এল রবিন্স ঘ. পল স্যামুয়েলসন

প্রশ্ন-১২. অর্থনৈতিক সমস্যা সৃষ্টির পেছনে মূল কারণ কোনটি ?

ক. নির্বাচন সমস্যা খ. সম্পদের সীমাবদ্ধতা গ. সম্পদের প্রাচুর্য ঘ. অসীম অভাব

প্রশ্ন-১৩. কিসের জন্য মানুষ গুরুত্ব অনুযায়ী পছন্দ বা নির্বাচন করবে ?

ক. অসীম অভাব খ. বিকল্প সম্পদ গ. সম্পদের দুষ্প্রাপ্যতা ঘ. অসীম সম্পদ

প্রশ্ন-১৪. কী হলে দুষ্প্রাপ্যতার সৃষ্টি হতো না ?

ক. অভাব বেশি হলে খ. অভাব কম হলে গ. সম্পদ বেশি হলে ঘ. সম্পদ কম হলে

প্রশ্ন-১৫. মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে ?

ক. সম্পদের ঘাটতি খ. সীমাহীন চাহিদা গ. সম্পদের দুষ্প্রাপ্যতা ঘ. সীমাহীন অভাব

প্রশ্ন-১৬. ‘সম্পদ সীমিত বলেই সমাজে সম্পদের সবচেয়ে ভালোভাবে ব্যবহারের প্রশ্নটি গুরুত্ব পায়’— এ উক্তিটি কোন অর্থনীতিবিদের ?

ক. এল রবিন্স খ. অ্যাডাম স্মিথ গ. পল স্যামুয়েলসন ঘ. আলফ্রেড মার্শাল

প্রশ্ন-১৭. মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে— ?

i. কী উৎপাদন করতে হবে

ii. কীভাবে উৎপাদন করতে হবে

iii. কার জন্য উৎপাদন করতে হবে

নিচের কোনটি সঠিক ?

ক. শামসুর রহমান খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৮. প্রথম দিকের অর্থনীতি কী নামে পরিচিত ছিল ?

ক. সামাজিক বিজ্ঞান খ. অপ্রাচুর্যের বিজ্ঞান গ. মানবকল্যাণের বিজ্ঞান ঘ. রাজনৈতিক অর্থনীতি

প্রশ্ন-১৯. ক্লাসিক্যাল অর্থনীতিতে অর্থনীতির নাম কী ছিল ?

ক. সামাজিক অর্থনীতি খ. বিনিময় অর্থনীতি গ. রাজনৈতিক অর্থনীতি ঘ. পারিবারিক অর্থনীতি

প্রশ্ন-২০. ‘অর্থনীতি এমন একটি বিজ্ঞান, যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ সম্পর্কের অনুসন্ধান করে।’ — এ উক্তিটি কোন অর্থনীতিবিদের ?

ক. অধ্যাপক মার্শালের খ.অধ্যাপক এল রবিন্সের গ. অ্যাডাম স্মিথের ঘ. স্যামুয়েলসনের

প্রশ্ন-২১. অপ্রচুর্যতা কথাটির অর্থ কী ?

ক. যোগানের তুলনায় চাহিদা সীমাবদ্ধ খ. চাহিদার তুলনায় যোগান সীমাবদ্ধ গ. সম্পদের পরিমাণ অসীম ঘ. চাহিদা ও যোগানের পরিমাণ সমান

প্রশ্ন-২২. বাহ্যিকতা বলতে কী বোঝায় ?

ক. পরিবর্তনযোগ্যতা খ. দৃশ্যমানতা গ. হস্তান্তরযোগ্যতা ঘ. অদৃশ্যমানতা

প্রশ্ন-২৩. যেসব দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তাকে কী বলে ?

ক. উপযোগ খ. সম্পদ গ. চাহিদা ঘ. দ্রব্য

প্রশ্ন-২৪. বাহ্যিকতা কিসের বৈশিষ্ট্য ?

ক. সম্পদের খ. উপযোগের গ. অভাবের ঘ. চারিত্রিক গুণাবলির

প্রশ্ন-২৫. অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ ?

ক. মাতৃস্নেহ খ. নার্সের সেবা গ. সন্তান লালন ঘ. সূর্যকিরণ

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন