image image image

বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায় ?

ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র গ. জাপান ঘ. বাংলাদেশ

প্রশ্ন-২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে ?

ক. কোম্পানি খ. অর্থায়ন গ. প্রতিষ্ঠান ঘ. পিপিপি

প্রশ্ন-৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয় ?

ক. অর্থায়ন খ. বিপণন গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা

প্রশ্ন-৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত ?

ক. পারিবারিক খ. সরকারি গ. কারবারি ঘ. আন্তর্জাতিক

প্রশ্ন-৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি ?

ক. দরজি দোকান খ. মুদি দোকান গ. কোহিনূর কেমিক্যালস ঘ. ফলের দোকান

প্রশ্ন-৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয় ?

ক. দান করা হয় খ. খরচ করা হয় গ. ব্যয়ের পরিমাণ বাড়াতে হয় ঘ. ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়

প্রশ্ন-৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী ?

ক. মুনাফা অর্জন খ. শিল্প স্থাপন গ. সমাজকল্যাণ ঘ. অবকাঠামো উন্নয়ন

প্রশ্ন-৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয় ?

ক. পারিবারিক অর্থায়ন খ. সরকারি অর্থায়ন গ. আন্তর্জাতিক অর্থায়ন ঘ. ব্যবসায় অর্থায়ন

প্রশ্ন-৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী ?

ক. বিনিয়োগ খ. মুনাফা গ. মুনাফা বণ্টন ঘ. অর্থের উৎস চিহ্নিতকরণ

প্রশ্ন-১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন ?

ক. একমুখী খ.দ্বিমুখী গ. বিপরীতমুখী ঘ. সমমুখী

প্রশ্ন-১১. সরকারের বৈদেশিক ঋণের উৎস কোনটি ?

ক. BCIC খ.PPP গ. ADB ঘ. BSIC

প্রশ্ন-১২. কোনটি স্থায়ী সম্পদ ?

ক. নগদ অর্থ খ. ব্যাংক জমা গ. আসবাবপত্র ঘ. মজুত পণ্য

প্রশ্ন-১৩. কোনটি জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে ?

ক. একটি ভালো চাকরি খ. একটি সফল বিনিয়োগ গ. ভালো কর্মী ব্যবস্থাপনা ঘ. দক্ষ বিপণন কৌশল

প্রশ্ন-১৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি ?

ক. পারিবারিক অর্থায়ন খ. সরকারি অর্থায়ন গ. ব্যবসায় অর্থায়ন ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

প্রশ্ন-১৫. কোম্পানির মালিক কে ?

ক. সরকার খ. পাওনাদার গ. শেয়ারহোল্ডার ঘ. ডিবেঞ্চারহোল্ডার

প্রশ্ন-১৬. বাণিজ্যিক ব্যাংক হলো— ?

i. সোনালী ব্যাংক

ii. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. জনতা ব্যাংক

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান ?

ক.পারিবারিক খ.সামাজিক গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

প্রশ্ন-১৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে ?

ক. পণ্য ক্রয় খ. মেশিন ক্রয় গ. মজুরি প্রদান ঘ. কাঁচামাল ক্রয়

প্রশ্ন-১৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে— ?

i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি

ii. প্রাকৃতিক দুর্যোগ

iii. আকস্মিক দুর্ঘটনা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ.i,ii ও iii

প্রশ্ন-২০. ADB –এর পূর্ণনাম কী ?

ক.Asian Development Bank খ. Asian Develop Bank গ.Asian Developing Bank ঘ. Asian Developed Bank

প্রশ্ন-২১. EAR-এর পূর্ণ রূপ কী ?

ক. Effective Interest খ. Effective Annum Rate গ. Effective Annual Rate ঘ. Effective Annual Ratio

প্রশ্ন-২২. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি ?

ক. ২টি খ. ৩টি গ. ৬টি ঘ. ৮টি

প্রশ্ন-২৩. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে ?

ক. যখন বছর (n) = ১ হবে খ. যখন সুদের হার (i) = ১% হবে গ. যখন সুদের হার (i) = ০% হবে ঘ.যখন সুদের হার (i) = -১% হবে

প্রশ্ন-২৪. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে ?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬

প্রশ্ন-২৫. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্যের কী হবে ?

ক. বাড়বে খ.কমবে গ. অপরিবর্তিত থাকবে ঘ. শূন্য হবে

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন