প্রশ্ন-১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি কোথায় ?
প্রশ্ন-২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে ?
প্রশ্ন-৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয় ?
প্রশ্ন-৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত ?
প্রশ্ন-৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি ?
প্রশ্ন-৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয় ?
প্রশ্ন-৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী ?
প্রশ্ন-৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে তাকে কী বলা হয় ?
প্রশ্ন-৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী ?
প্রশ্ন-১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন ?
প্রশ্ন-১১. সরকারের বৈদেশিক ঋণের উৎস কোনটি ?
প্রশ্ন-১২. কোনটি স্থায়ী সম্পদ ?
প্রশ্ন-১৩. কোনটি জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে ?
প্রশ্ন-১৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি ?
প্রশ্ন-১৫. কোম্পানির মালিক কে ?
প্রশ্ন-১৬. বাণিজ্যিক ব্যাংক হলো— ?
i. সোনালী ব্যাংক
ii. বাংলাদেশ কৃষি ব্যাংক
iii. জনতা ব্যাংক
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান ?
প্রশ্ন-১৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে ?
প্রশ্ন-১৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে— ?
i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি
ii. প্রাকৃতিক দুর্যোগ
iii. আকস্মিক দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২০. ADB –এর পূর্ণনাম কী ?
প্রশ্ন-২১. EAR-এর পূর্ণ রূপ কী ?
প্রশ্ন-২২. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি ?
প্রশ্ন-২৩. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে ?
প্রশ্ন-২৪. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে ?
প্রশ্ন-২৫. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্যের কী হবে ?