image image image

বিষয়: পৌরনীতি

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয় কোথায় ?

ক. যুক্তরাজ্য খ. চীন গ. যুক্তরাষ্ট্র ঘ. গ্রিস

প্রশ্ন-২. প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হতো ?

ক. ক্ষুদ্র রাষ্ট্র খ. নগর রাষ্ট্র গ. জাতীয় রাষ্ট্র ঘ. প্রাচীন রাষ্ট্র

প্রশ্ন-৩. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিলেন ?

ক. যাঁরা প্রত্যক্ষভাবে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতেন খ. যাঁরা কৃষিকাজ করতেন গ. যাঁরা ব্যবসা করতেন ঘ. যাঁরা ধর্মীয় কাজ করতেন

প্রশ্ন-৪. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কী বলা হয় ?

ক. নাগরিক খ. সুশীল সমাজ গ. বিদেশি ঘ. সামাজিকতা

প্রশ্ন-৫. নাগরিকের মর্যাদাকে কী বলা হয় ?

ক. ভোটাধিকার খ. নাগরিকতা গ. জাতীয়তা ঘ. সামাজিকতা

প্রশ্ন-৬. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি ?

ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি

প্রশ্ন-৭. একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে ?

ক. জন্মস্থানসূত্রে নাগরিকতা খ. অনুমোদনসূত্রে নাগরিকতা গ. দ্বৈত নাগরিকতা ঘ. জন্মসূত্রে নাগরিকতা

প্রশ্ন-৮. নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে ?

ক. জন্মনীতি খ. জন্মস্থান নীতি গ. অনুমোদন নীতি ঘ. জন্মসূত্রনীতি

প্রশ্ন-৯. বাংলাদেশে বসবাসকারী হিসেবে আমাদের পরিচয় কোনটি ?

ক. বাংলাদেশের নাগরিক খ. বাংলাদেশি নাগরিকতা গ. বাঙালি ঘ. বাংলার সৈনিক

প্রশ্ন-১০. কোনো ব্যক্তি সাধারণত কয়টি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পেয়ে থাকেন ?

ক. চারটি খ. তিনটি গ. দুটি ঘ. একটি

প্রশ্ন-১১.রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি ?

ক. ভূখণ্ড খ. সরকার গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

প্রশ্ন-১২. Civitas শব্দের অর্থ কী ?

ক. পৌরনীতি খ. নগররাষ্ট্র গ. নাগরিক ঘ. নাগরিকতা

প্রশ্ন-১৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত ?

ক. ইতিহাস খ. সমাজবিজ্ঞান গ. পৌরনীতি ও নাগরিকতা ঘ. সমাজবিজ্ঞান

প্রশ্ন-১৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয় ?

ক. রাষ্ট্রীয় সম্মান খ. মূল্যবোধ গ. রাষ্ট্রীয় খেতাব ঘ. নাগরিকতা

প্রশ্ন-১৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ ?

ক. সামাজিক বিজ্ঞান খ. নৃবিজ্ঞান গ. পদার্থবিজ্ঞান ঘ. চিকিৎসাবিজ্ঞান

প্রশ্ন-১৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয় ?

ক. ১৬ বছর খ. ১৭ বছর গ. ১৮ বছর ঘ. ১৫ বছর

প্রশ্ন-১৭.বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয় ?

ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি

প্রশ্ন-১৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি ?

ক. সাম্য খ. নাগরিক গ. রাজনীতি ঘ. স্বাধীনতা

প্রশ্ন-১৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য ?

ক. স্বাস্থ্য ও শিক্ষা খ. অধিকার ও কর্তব্য গ. জাতীয় ও আন্তর্জাতিক বিষয় ঘ. অতীত ও বর্তমান

প্রশ্ন-২০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান ?

ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ গ. বিচার বিভাগ ঘ. ইউনিয়ন পরিষদ

প্রশ্ন-২১. রাষ্টের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন সতবাদ কোনটি ?

ক. বল প্রয়োগ খ. ঐশী গ. সামাজিক চুক্তি ঘ. বিবর্তনমূলক

প্রশ্ন-২২. ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি কার ?

ক. চতুর্দশ লুই খ. ষোড়শ লুই গ. রাণী ভিক্টোরিয়া ঘ. রাণী এলিজাবেথ

প্রশ্ন-২৩. প্রাচিন কালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল ?

ক.ইংল্যান্ডে খ. রোমে গ. আমেরিকায় ঘ. গ্রিসে

প্রশ্ন-২৪. প্রাচিনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন করতেন ?

ক. মহিলা খ. পুরুষ গ. বিদেশি ঘ. প্রবাসিরা

প্রশ্ন-২৫. প্রাচিন গ্রিসে ছোট ছোট নগর নিয়ে কি গঠিত হতো ?

ক. সমাজ খ. রাষ্ট্র গ. গোষ্ঠী ঘ. নগররাষ্ট্র

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন