প্রশ্ন-১. নাগরিক ও নাগরিকতা ধারণার উদ্ভব হয় কোথায় ?
প্রশ্ন-২. প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হতো ?
প্রশ্ন-৩. প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে কারা নাগরিক হিসেবে পরিচিত ছিলেন ?
প্রশ্ন-৪. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের কী বলা হয় ?
প্রশ্ন-৫. নাগরিকের মর্যাদাকে কী বলা হয় ?
প্রশ্ন-৬. নাগরিকতা অর্জনের পদ্ধতি কয়টি ?
প্রশ্ন-৭. একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে কী বলে ?
প্রশ্ন-৮. নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে ?
প্রশ্ন-৯. বাংলাদেশে বসবাসকারী হিসেবে আমাদের পরিচয় কোনটি ?
প্রশ্ন-১০. কোনো ব্যক্তি সাধারণত কয়টি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের সুযোগ পেয়ে থাকেন ?
প্রশ্ন-১১.রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি ?
প্রশ্ন-১২. Civitas শব্দের অর্থ কী ?
প্রশ্ন-১৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়টির অন্তর্ভুক্ত ?
প্রশ্ন-১৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয় ?
প্রশ্ন-১৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ ?
প্রশ্ন-১৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয় ?
প্রশ্ন-১৭.বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয় ?
প্রশ্ন-১৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি ?
প্রশ্ন-১৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য ?
প্রশ্ন-২০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান ?
প্রশ্ন-২১. রাষ্টের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে প্রাচীন সতবাদ কোনটি ?
প্রশ্ন-২২. ‘আমিই রাষ্ট্র’ উক্তিটি কার ?
প্রশ্ন-২৩. প্রাচিন কালে কোন দেশে নগর রাষ্ট্র ছিল ?
প্রশ্ন-২৪. প্রাচিনকালে কারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহন করতেন ?
প্রশ্ন-২৫. প্রাচিন গ্রিসে ছোট ছোট নগর নিয়ে কি গঠিত হতো ?