প্রশ্ন-১. অ্যারিস্টটল ছিলেন ?
প্রশ্ন-২. প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞানকে কী বলে ?
প্রশ্ন-৩. পৃথিবীর প্রথম জীবের আগমনের পূর্বে কোন বিজ্ঞানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল ?
প্রশ্ন-৪. কেমোসিনথেটিক বা ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের জীব ?
প্রশ্ন-৫. জীববিজ্ঞানের জনক কে ?
প্রশ্ন-৬. Whittaker Five kingdom-এর প্রস্তাব করেন কত সালে ?
প্রশ্ন-৭. অ্যারিস্টটল খ্রীষ্টপূর্ব কত সালে জন্ম গ্রহণ করেন ?
প্রশ্ন-৮. কোনটি এককোষী প্রোক্যারিওটিক জীব ?
প্রশ্ন-৯. শ্রেণিবিন্যাসের মৌলিক একক কোনটি ?
প্রশ্ন-১০. বনসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান কোনটি ?
প্রশ্ন-১১. Nymphea nouchali কোন পরিবেশে জন্মায় ?
প্রশ্ন-১২. টমাস কেভলিয়ার কত সালে প্রোটিস্টা জগতকে ভাগ করেন ?
প্রশ্ন-১৩. অ্যানিম্যালিয়া রাজ্যভুক্ত জীবদের অনন্য বৈশিষ্ট্য কোনটি ?
প্রশ্ন-১৪. জীবের প্রাণ রাসায়নিক কার্য প্রণালি, রোগ ইত্যাদি কোন শাখার আলোচ্য বিষয় ?
প্রশ্ন-১৫. বহুকোষী শৈবালের বৈশিষ্ট্য কোনটি ?
প্রশ্ন-১৬. তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানের কোন শাখায় ?
প্রশ্ন-১৭. কোষের গঠন, কার্যাবলি ও বিভাজন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয় ?
প্রশ্ন-১৮. কেভলিয়ার স্মিথ জীবজগৎকে মোট কয়টি রাজ্যে ভাগ করেছেন ?
প্রশ্ন-১৯. কোন বিজ্ঞানে জীবনহীন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়? (ক) (খ) (গ) (ঘ) ?
প্রশ্ন-২০. টমাস কেভলিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন ?
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী ২টি প্রশ্নের উত্তর দাও: বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনেই আজ নয়ন ৪টি ক্লাস করল। ১ম ক্লাসটি ছিল বিবর্তন বিদ্যার ওপর। পরবর্তীগুলো ছিল যথাক্রমে অণুজীববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান ও জীবপ্রযুক্তির ওপর।
প্রশ্ন-২১. নয়ন ভৌত বিজ্ঞান সম্মন্ধে জানতে পেরেছিল কোন ক্লাসটি থেকে ?
প্রশ্ন-২২. জীববিজ্ঞানের প্রয়োগিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট হলো নয়নের- ?
i. ১ম ক্লাসের বিষয়
ii. ২য় ক্লাসের বিষয়
iii. ৩য় ক্লাসের বিষয়
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৩. জীববিজ্ঞানের ভৌত শাখা হলো- ?
i. কীটতত্ত্ব
ii. কোষবিদ্যা
iii. শারীরবিদ্যা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৪. ক্যারোলাস লিনিয়াস তার Systema Naturac নামক গ্রন্থে- ?
i. দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন
ii. গণ ও প্রজাতির সংজ্ঞা দেন
iii. জীবজগতকে ৫টি রাজ্যে ভাগ করেন
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৫. এককোষী প্রাণীরা বেঁচে থাকার জন্য ব্যবহার করে- ?
i. অক্সিজেন
ii. পুষ্টি
iii. শক্তি
নিচের কোনটি সঠিক