image image image

বিষয়:জীব-বিজ্ঞান

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত ?

ক. লিপিড খ. কাইটিন গ. লিগনিন ঘ. সুবেরিন

প্রশ্ন-২. কোনটি সুপার কিংডম ?

ক. মনেরা খ. প্রোটিস্টা গ. প্লানটি ঘ. ইউক্যারিওটা

প্রশ্ন-৩. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো — ?

i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত

ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে

iii. ভ্রূণ গঠিত হয়

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-৪. ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি ?

ক. বিবর্তনবিদ্যা খ. বংশগতিবিদ্যা গ. বন্য প্রাণীবিদ্যা ঘ. শারীরবিদ্যা

প্রশ্ন-৫. নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব ?

ক. মনেরা খ. প্রোটিস্টা গ. ফানজাই ঘ. প্লানটি

প্রশ্ন-৬. কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে ?

ক. অ্যামিবা খ. প্যারামেসিয়াম গ. ডায়াটম ঘ. পেনিসেলিয়াম

প্রশ্ন-৭. কোনটি হেটেরোট্রফিক ?

ক. অ্যালজি খ. প্লানটি গ. মনেরা ঘ. অ্যানিমেলিয়া

প্রশ্ন-৮. জীববিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?

ক. এন্টোনোলজি খ. ইকোলজি গ. মাইকোলজি ঘ. এন্ডোক্রাইনোলজি

প্রশ্ন-৯. Apis indica কোনটি সরবরাহ করে ?

ক. আঁশ খ. মধু গ. প্রোটিন ঘ. ডিম

প্রশ্ন-১০. যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে— ?

i. ফানজাই

ii. প্লানটি

iii. অ্যানিমোলিয়া

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ.ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১১. কোনটি উদ্ভিদ কোষের ভেতরে ও বাইরে তরল পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে ?

ক. প্লাজমা মেমব্রেন খ. সাইটোপ্লাজম গ. গলজি বস্তু ঘ. কোষপ্রাচীর

প্রশ্ন-১২. পাতার ক্লোরেনকাইমাকে কী বলে ?

ক. প্যারেনকাইমা খ. অ্যারেনকাইমা গ. জাইলেম ঘ. মেসোফিল

প্রশ্ন-১৩. কোনটির কোষপ্রাচীর লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি ?

ক. সপুষ্পক উদ্ভিদ খ. ব্যাকটেরিয়া গ. ছত্রাক ঘ. শৈবাল

প্রশ্ন-১৪. মাইক্রোভিল্লি কোথায় থাকে ?

ক. প্লাজমালেমায় খ. সাইটোপ্লাজমে গ. কোষপ্রাচীরে ঘ. নিউক্লিয়াসে

প্রশ্ন-১৫. কাইটিন কোন জাতীয় পদার্থ ?

ক. ফ্যাট খ. প্রোটিন গ. মিনারেল ঘ. কার্বোহাইড্রেট

প্রশ্ন-১৬. গলজি বস্তুর কাজ হলো— ?

i. হরমোন নিঃসরণ করা

ii. কোষস্থ পানি বের করা

iii. প্রোটিনজাতীয় পদার্থ সংশ্লেষণ করা

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii‍

প্রশ্ন-১৭. বায়ুকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলা হয় ?

ক. কোলেনকাইমা খ. অ্যারেনকাইমা গ.ক্লোরেনকাইমা ঘ. স্কেলেরেনকাইমা

প্রশ্ন-১৮. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে ?

ক. মূলে খ. কাণ্ডে গ. পাতায় ঘ. ফুলে

প্রশ্ন-১৯. নিউক্লিয়াস সম্পর্কে তথ্য হলো— ?

i. কোষের কেন্দ্রে অবস্থান করে

ii. কোষবিভাজন নিয়ন্ত্রণ করে

iii. ক্রোমোজোম ধারণ করে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ.i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২০. ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে ?

ক. মূলে খ. কাণ্ডে গ. পাতায় ঘ. ফুলে

প্রশ্ন-২১. কোষের কোন অঙ্গাণুুটি পরিপাকে সাহায্য করে ?

ক. সেন্ট্রোজোম খ. ক্রোমোজোম গ. লাইসোজোম ঘ. রাইবোজোম

প্রশ্ন-২২. উচ্চ শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের ?

ক. n খ. 2n গ. 3n ঘ. 4n

প্রশ্ন-২৩. নিম্ন শ্রেণির জীবে দেহকোষ কী ধরনের হয়ে থাকে ?

ক.n খ.2n গ.3n ঘ. 4n

প্রশ্ন-২৪. উদ্ভিদ কোষে— ?

i. সেন্ট্রোজোম থাকে

ii. কোষপ্রাচীর আছে

iii. সঞ্চিত খাদ্য শ্বেতসা

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২৫. কোনটিকে বংশগতির ধারক ও বাহক বলা হয় ?

ক. নিউক্লিয়ার মেমব্রেন খ.নিউক্লিওপ্লাজম গ. নিউক্লিওলাস ঘ. ক্রোমোজোম

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন