image image image

বিষয়:ভুগোল

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. Geography শব্দটির অর্থ কী ?

ক. পৃথিবীর বর্ণনা খ. পৃথিবীর গঠন গ. পৃথিবীর পরিবেশ ঘ. পৃথিবীর জন্মরহস্য

প্রশ্ন-২. Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে ?

ক. ম্যাকনি খ. ইরাটোসথেনিস গ. অ্যাকারাম্যান ঘ. সি সি পার্ক

প্রশ্ন-৩. কোনটি জীব–ভূগোলের অন্তর্ভুক্ত ?

ক. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা খ. উদ্ভিদ ও জীবজন্তু গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ঘ. শহরের ক্রমবিকাশ

প্রশ্ন-৪. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে — ?

i. প্রকৃতি

ii. শক্তি

iii. সমাজ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-৫. ভূগোলকে ‘পৃথিবীর বিজ্ঞান’ বলেছেন কে ?

ক. কার্ল রিটার খ. ম্যাকনি গ. রিচার্ড হার্টশোন ঘ. ইরাটোসথেনিস

প্রশ্ন-৬. Geo শব্দটির অর্থ কী ?

ক. বর্ণনা খ. ভূ গ. প্রকৃতি ঘ. পরিবেশ

প্রশ্ন-৭. পরিবেশ প্রধানত কত প্রকার ?

ক. দুই প্রকার খ. তিন প্রকার গ. চার প্রকার ঘ. ছয় প্রকার

প্রশ্ন-৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে গঠিত পরিবেশকে কী বলে ?

ক. সামাজিক পরিবেশ খ. ভৌগোলিক পরিবেশ গ. প্রাকৃতিক পরিবেশ ঘ. সাংস্কৃতিক পরিবেশ

প্রশ্ন-৯. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশ হলো — ?

ক. প্রাকৃতিক পরিবেশ খ. ভৌগোলিক পরিবেশ গ. সামাজিক পরিবেশ ঘ. আধুনিক পরিবেশ

প্রশ্ন-১০. পরিবেশের উপাদান কত প্রকার ?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

প্রশ্ন-১১. ‘ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান।’ — কে বলেছেন ?

ক. অ্যাকারম্যান খ. ম্যাকনি গ. হামবোল্ট ঘ. কার্ল রিটার

প্রশ্ন-১২. ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে যে বিদ্যায়, তাকে কী বলে ?

ক. প্রাকৃতিক ভূগোল খ. সমাজবিদ্যা গ. সমুদ্রবিদ্যা ঘ. কার্যকর বিদ্যা

প্রশ্ন-১৩. পৃথিবীর কত অংশ সমুদ্র ?

ক. এক-চতুর্থাংশ খ. তিন-চতুর্থাংশ গ. দুই-চতুর্থাংশ ঘ. চার-পঞ্চমাংশ

প্রশ্ন-১৪. কোনটি ভূমিরূপবিদ্যার অন্তভুর্ক্ত ?

ক. অশ্মমণ্ডলের উপবিভাগ খ. নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপ পরিবর্তন গ. পৃথিবীর ভূপ্রকৃতি ঘ. পৃথিবীর জলবায়ু

প্রশ্ন-১৫. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি ?

ক. বায়ুমণ্ডল খ. পশু পালন গ. বারিমণ্ডল ঘ. জলবায়ু

প্রশ্ন-১৬. বর্তমানে ভূগোলের সঙ্গে কী সম্পৃক্ত করে পড়ানো হয় ?

ক. পরিবেশ খ. ভূত্বক গ. গুরুমণ্ডল ঘ. জলবায়ু ‍

প্রশ্ন-১৭. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে কোনটি প্রয়োজন ?

ক. গণিত পাঠ খ. কৃষিশিক্ষা পাঠ গ. সামাজিক বিজ্ঞান পাঠ ঘ. ভূগোল ও পরিবেশ পাঠ

প্রশ্ন-১৮. ‘পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্টে৵র যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।’ উক্তিটি কার ?

ক. অ্যাকারমেন খ. রিচার্ড হার্টশোন গ. ইমানুয়েল কান্ট ঘ. আলেকজান্ডার হামবোন্ট

প্রশ্ন-১৯. ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সব অবস্থার যোগফলকে বোঝায়।’ উক্তিটি কার ?

ক. হামবোন্ট খ.অ্যাকরম্যান গ. ইরাটোসথেনিস ঘ. পার্ক

প্রশ্ন-২০. প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয় ?

ক. ভূগোল খ. পরিবেশ গ. সমাজ ঘ. সংস্কৃতি

প্রশ্ন-২১. পৃথিবীর গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় ?

ক. ভূমিরূপ বিদ্যা খ. প্রাকৃতিক ভূগোল গ. জলবায়ুবিদ্যা ঘ. সমুদ্রবিদ্যা

প্রশ্ন-২২. কীভাবে মানুষ ও পরিবেশের মধ্য সম্বন্ধ তৈরি হয় ?

ক. মিথস্ক্রিয়ার মাধ্যমে খ. বহিঃক্রিয়ার মাধ্যমে গ. সমাপিকা ক্রিয়ার মাধ্যমে ঘ. অত্যন্ত দ্রুততার মাধ্যমে

প্রশ্ন-২৩. অশ্মমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা, এর বণ্টন ও বিন্যাস আলোচনা করা হয় কোনটিতে ?

ক. ভূমিরূপ বিদ্যায় খ. জলবায়ু বিদ্যা গ. নগর ভূগোল ঘ. মৃত্তিকা ভূগোলে

প্রশ্ন-২৪. জনসংখ্যা বৃদ্ধির গতিপ্রকৃতি সামাজিক ও অর্থনৈতিক জীবনের প্রভাব নিয়ে আলোচনা করা হয় কোথায় ?

ক. অর্থনৈতিক ভূগোল খ. জনসংখ্যা ভূগোল গ. পরিসংখ্যান ভূগোল ঘ. সামাজিক ভূগোল

প্রশ্ন-২৫. ‘পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই ভূগোল’— উক্তিটি কে করেছেন ?

ক. ই এ ম্যাকনি খ. কার্ল রিটার গ. রিচার্ড হার্টশোন ঘ. ড্যাডলি স্ট্যাম্প

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন