১৯৪৭ সালে দেশ ভাগের পর বাংলাদেশের পুলিশের নাম প্রথমে ইষ্ট বেঙ্গল পুলিশ রাখা হয়। পরবর্তীতে এটি পরিবর্তিত হয়ে ইষ্ট পাকিস্তান পুলিশ নাম ধারণ করে। ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত এই নামে পুলিশের কার্যক্রম অব্যহত থাকে।
বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল সময় হল ১৯৭১ সাল। মহান মুক্তিযুদ্ধে একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, বেশ কয়েকজন এসপি সহ প্রায় সকল পর্যায়ের পুলিশ সদস্য বাঙ্গালীর মুক্তির সংগ্রামে জীবনদান করেন। ১৯৭১ সালের মার্চ মাস হতেই প্রদেশের পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার। পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যেই পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন। তারা ২৫ শে মার্চ ১৯৭১ তারিখে ঢাকার রাজারবাগের পুলিশ লাইন্সে ২য় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বাতিল .৩০৩ রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এই সশস্ত্র প্রতিরোধটিই বাঙ্গালীদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরুর বার্তা পৌছে দেয়। পরবর্তীতে পুলিশের এই সদস্যরা ৯ মাস ব্যাপী দেশজুড়ে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। ১২৬২ জন শহীদ পুলিশ সদস্যের তালিকা স্বাধীনতা যুদ্ধের দলিল পত্রে উল্লেখ পাওয়া যায়।
মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ পুলিশ নামে সংগঠিত হয়। বাংলাদেশ পুলিশ পৃথিবীর অন্যান্য দেশের পুলিশ বাহিনীর মতো আইন শৃঙ্খলা রক্ষা, জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে প্রধান ভূমিকা পালন করে থাকে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ পুলিশের ট্রাডিশনাল চরিত্রে বিরাট পরিবর্তন এনে দিয়েছে। শুধু আইনের শাসন আর অপরাধ প্রতিরোধ ও দমনই নয় দেশের অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত এক দশকে জঙ্গীবাদ দমন এবং নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে। পুলিশের সদস্যরা তাদের উদ্ভাবনী কৌশল আর পেশাদরিত্ব দ্বারা সংঘটিত অপরাধ মোকাবিলায় প্রতিনিয়ত সৃজনশীলতার পরিচয় দিচ্ছে। ঘুষ দুর্নীতির কারণে একসময়ে অভিযুক্ত এই বাহিনী তার পেশাদরিত্ব আর জনগনের প্রতি দায়িত্ববোধের পরিচয় দিয়ে জনগণের গর্বের বাহিনীতে পরিণত হয়েছে।
প্রশ্ন-১. বাংলাদেশ পুলিশের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
প্রশ্ন-২. Police' শব্দটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ?
প্রশ্ন-৩. POLICE শব্দটির পূর্ণরূপ কী ?
প্রশ্ন-৪. বাংলাদেশ পুলিশের মূলনীতি কী ?
প্রশ্ন-৫. বাংলাদেশে প্রথম নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে ?
প্রশ্ন-৬. ট্যুরিস্ট পুলিশের যাত্রা শুরু হয় কবে ?
প্রশ্ন-৭. বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াড়কে কি নামে ডাকা হয় ?
প্রশ্ন-৮. পুলিশ বিভাগের সর্বোচ্চ কর্মকর্তার পদবী কী ?
প্রশ্ন-৯. বাংলাদেশ পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন ?
প্রশ্ন-১০. বাংলাদেশ পুলিশ কবে ইন্টারপোলের সদস্য হয় ?
প্রশ্ন-১১. বাংলাদেশে মহিলা পুলিশ নিয়ােগ কবে থেকে চালু হয় ?
প্রশ্ন-১২. বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমী কোথায় অবস্থিত ?
প্রশ্ন-১৩. উপমহাদেশে কার শাসনামলে সারদা পুলিশ একাডেমী চালু হয় ?
প্রশ্ন-১৪. সারদা পুলিশ একাডেমী কবে প্রতিষ্ঠিত হয় ?
প্রশ্ন-১৫. সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত ?
প্রশ্ন-১৬. আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট পাস হয় কবে ?
প্রশ্ন-১৭. পুলিশ কনস্টেবলদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশে কয়টি আঞ্চলিক পুলিশ প্রশিক্ষণ স্কুল আছে ?
প্রশ্ন-১৮. বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটির নাম কী ?
প্রশ্ন-১৯. পুলিশের জন্য নতুন পোশাক কবে থেকে চালু করা হয় ?
প্রশ্ন-২০. পুলিশের মহাপরিচালকের নাম কি ?