image

বিসিএস(বাংলাদেশ সিভিল সার্ভিস)

বিসিএস পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা হল দেশব্যাপী পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা যা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস (প্রশাসন), বিসিএস (কর), বিসিএস (পররাষ্ট্র) ও বিসিএস (পুলিশ) সহ ২৬ পদে কর্মকর্তা নিয়োগের জন্য পরিচালিত হয়। যা পূর্বে ২৭টি ছিল, ২০১৮ সালে ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একত্রিত করে। বিসিএস পরীক্ষা পর্যায়ক্রমে তিনটি ধাপে অনুষ্ঠিত হয়- প্রাথমিক পরীক্ষা (এমসিকিউ), লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা (ইন্টারভিউ)। পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হতে ১.৫ থেকে ৫ বছর সময় লাগতে পারে।

প্রক্রিয়া

বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতীয় সরকারের ইম্পেরিয়াল সিভিল সার্ভিসের উপর ভিত্তি করে পরিচালিত। বিসিএস পরীক্ষাকে বাংলাদেশে চাকরি প্রার্থীদের জন্য অনুষ্ঠিত সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসাবে বিবেচনা করা হয়। প্রতি বছর গড়ে ৩,৫০,০০০ থেকে ৪,০০,০০০ প্রার্থী আবেদন করে, যা বছরের চাকরি প্রার্থীদের প্রায় ৯০% । পরীক্ষায় সকল ক্যাডার মিলে গড় সাফল্যের হার ০.০২% এবং সাধারণ ক্যাডারের ক্ষেত্রে যা ০.০০৫% শতাংশ, যদিও প্রতি বছর এ হার পরিবর্তিত হয়।

প্রথম ধাপ:

প্রাথমিক পরীক্ষা:এটি বিসিএস পরীক্ষার প্রাথমিক যোগ্যতা বাছাই পর্ব। প্রতি বছর সাধারণত মে/জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে ২০০নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার এক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং পরীক্ষার প্রায় এক থেকে দেড় মাস পরে ফলাফল প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ নম্বর ৫০%।

দ্বিতীয় ধাপ:

লিখিত পরীক্ষা:এটি বিসিএস এর প্রধান পরীক্ষা, সাধারণত প্রতি বছরের অক্টোবর/নভেম্বর/ডিসেম্বর মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় এক মাস আগে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং পরীক্ষার প্রায় ২ থেকে ৩ মাস পর সাধারণত ফলাফল প্রকাশিত হয়। সর্বমোট ৯০০ নম্বরের লিখিত ও প্রফেশনাল বা টেকলিক্যাল ক্যাডারের জন্য বাড়তি ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়। লিখিত পরীক্ষায় শতকরা ৫০ ভাগ নম্বর পেলে সাধারণত একজন প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হয়।

তৃতীয় ধাপ:

মৌখিক(ইন্টারভিউ) পরীক্ষা:লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা ও লিখিত পরীক্ষার নম্বর বিবেচনায় প্রার্থীকে সর্বোচ্চ নম্বরধারীদের ক্রম অনুযায়ী ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মৌখিক পরীক্ষার ১.৫ থেকে ২ মাস পর বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়

বি.সি.এস - নৈব্যত্তিক পরীক্ষা

বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলি

প্রশ্ন-১. ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় বাজেটের পরিমান কত ছিল ?

ক. ৭,৬০,০০ কোটি খ. ৭,৬৫,১৯০ কোটি গ. ৭,৮৭,৭৮৫ কোটি ঘ. ৭,৯৭,০০০ কোটি

প্রশ্ন-২. সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের থানা প্রতি জনসংখ্যা কত জন ?

ক. ৪.৪ খ. ৪.২ গ. ৪.০ ঘ. কোনটিই নয়

প্রশ্ন-৩. সামাজিক ব্যবসার ধারনাটি প্রবর্ততি হয় কত সালে ?

ক. ২০০৫ খ. ২০০৬ গ. ২০০৭ ঘ. ২০০৮

প্রশ্ন-৪. ২০২৪ সালের বন্যায় দেশের পুর্বাঞ্চলের কতটি জেলা প্লাবিত হয় ?

ক. ০৯ টি খ. ১০ টি গ. ১১ টি ঘ. ১২ টি

প্রশ্ন-৫. দেশের ৫২ তম নদী বন্দর কোনটি ?

ক. গোয়াইনঘাট নদী বন্দর,সিলেট খ. সিলেট নদী বন্দর,সিলেট গ. ভোলাগন্জ নদী বন্দর,সিলেট ঘ. চিলমারী নদী বন্দর,কুড়িগ্রাম

প্রশ্ন-৬. সুন্দরবনে বাঘ গণনা কর হয় কিভাবে ?

ক. পায়ের ছাপ খ. ক্যামরোর ফাঁদ গ. হেলিকপ্টার অবজার্ভিং ঘ. ক ও খ উভয়েই

প্রশ্ন-৭. আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে ?

ক.বিচারপতি ইসমত আরা খ.বিচারপতি জিনাত আরা গ.বিচারপতি নাজমউন আরা সুলতানা ঘ.বিচারপতি কৃষ্ঞা দেবনাথ

প্রশ্ন-৮. কবে থেকে দেশের কাচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় ?

ক. ১লা অক্টোবর ২০২৪ খ. ৭ সেপ্টেম্বর ২০২৪ গ. ১লা নভেম্বর ২০২৪ ঘ. ২৪ অক্টোবর ২০২৪

প্রশ্ন-৯. জাতিসংঘে দেশের ১৭ তম স্থায়ী প্রতিনিধি কে ?

ক. মাহফুজ আলম খ. এ কে এম সিদ্দিকুর রহমান গ. মোঃ তৌহিদ হোসেন ঘ. সালাউদ্দনি নোমান চৌধুরী

প্রশ্ন-১০. ঘুমঘুম সিমান্ত কোন জেলায় অবস্তিত ?

ক. রাঙ্গামাটি খ. খাগড়াছড়ি গ. বান্দরবন ঘ. কক্সবাজার

প্রশ্ন-১১. বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে ?

ক. সোহরাব হোসাইন খ. এম সোহেল রহমান গ. ড. নুরুল কাদির ঘ. অধ্যাপক ড. মেবাশ্বের মোনেম

প্রশ্ন-১২. জাতির পিত-পরিবার-সদস্যগণের নিরাপত্তা(রহিতকরণ) অধ্যাদেশ-২০২৪ জারি করা হয় কবে ?

ক. ৯ আগস্ট ২০২৪ খ. ৯ সেপ্টেম্বর ২০২৪ গ. ৯ অক্টোবর ২০২৪ ঘ. ৯ নভেম্বর ২০২৪

প্রশ্ন-১৩. কত তম দেশ হিসেবে বাংলাদেশ গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে য়যাগদান করে ?

ক. ৭৪ তম খ. ৭৫ তম গ. ৭৬ তম ঘ. ৭৭ তম

প্রশ্ন-১৪. “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” কবে গঠিত হয়?

ক. ১০ সেপ্টেম্বর ২০২৪ খ. ১২ সেপ্টেম্বর ২০২৪ গ. ১৪ সেপ্টেম্বর ২০২৪ ঘ. ১৬ সেপ্টেম্বর ২০২৪

প্রশ্ন-১৫. জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে ?

ক. এ এস এম আব্দুল হালিম খ. মোঃ আবু সোলায়মান চৌধুরী গ. আলী ইমাম মজুমদার ঘ. আবদুল মুয়ীদ চৌধুরী

প্রশ্ন-১৬. বাংলাদেশ ব্যংকের গভর্নর পদের বয়সসীমা কত ?

ক. ৬২ বছর খ. ৬৫ বছর গ. ৬৭ বছর ঘ. বয়সসীমা নেই ‍

প্রশ্ন-১৭. দেশের প্রথম রোবটিক সার্জারী চালু হবে কোথায় ?

ক. রাজশাহী খ. খুলনা গ. চট্টগ্রাম ঘ. রংপুর

প্রশ্ন-১৮. বাংলাদেশ সরকার কত সালের মধ্যে ম্যালেরিয়া নির্মুলের লক্ষ্য নির্ধারণ করেছে ?

ক. ২০২৫ খ. ২০৩০ গ. ২০৩৫ ঘ. ২০৪০

প্রশ্ন-১৯. বাংলাদেশের কৃষিতে “ইলামতি” কিসের নাম ?

ক. বেগুন খ. আম গ. লিচু ঘ. পেপে

প্রশ্ন-২০. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে ?

ক. সৈয়দ রেফাত আহম্মেদ খ. আবদুল মুয়ীদ চৌধুরী গ. আলী ইমাম মজুমদার ঘ. এ এস এম আব্দুল হালিম

প্রশ্ন-২১. অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুযায়ী বাংলাদেশের GDP'র প্রবৃদ্ধির হার কত ?

ক. ৭.৫% খ. ৭.২৫% গ. ৬.০৩% ঘ. ৫.৮২%

প্রশ্ন-২২. নিচের কোনটি বাংলাদেশের GI পণ্য নয় ?

ক. রাজশাহীর সিল্ক খ. মহেশখালীর পান গ. রংপুররে শতরন্জি ঘ. হাড়িভাঙ্গা আম

প্রশ্ন-২৩. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কত ?

ক. ৬ষ্ঠ খ. ৭ম গ. ৮ম ঘ. ৯ম

প্রশ্ন-২৪. ছাত্র-জনতার অভ্যুথানে শেখ হাসিনা কবে পদত্যাগ করে ?

ক. ৩ আগস্ট ২০২৪ খ. ৪ আগস্ট ২০২৪ গ. ৫ আগস্ট ২০২৪ ঘ. ৬ আগস্ট ২০২৪

প্রশ্ন-২৫. বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি ?

ক. ১৬৭ টি খ. ১৬৯ টি গ. ১৭১ টি ঘ. ১৭৩ টি

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন