image image image

বিষয়: আন্তর্জাতিক-বিষয়

প্রতিটা প্রশ্নের মান = ১

আন্তর্জাতিক প্রসজ্ঞ হতে গৃহিত

প্রশ্ন-১. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি ?

ক. নেপাল খ. ভুটান গ. মালদ্বীপ ঘ. শ্রীলংকা

প্রশ্ন-২. পেনাং কোন দেশের সমুদ্র বন্দর ?

ক. ইন্দোনেশিয়া খ. মালয়েশিয়া গ. তাইওয়ান ঘ. ফিলিপাইন

প্রশ্ন-৩. দক্ষিণ চীন সাগরে চীন নাইন ড্যাশ দেয় কবে ?

ক. ১৯৪৭ সালে খ. ১৯৯৯ সালে গ. ২০১৮ সালে ঘ. ২০১৯ সালে

প্রশ্ন-৪. পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় ?

ক. ১৯৯৭ সালে খ. ২০০০ সালে গ. ১৯৯৯ সালে ঘ. ১৯৯৮ সালে

প্রশ্ন-৫. সোয়াত উপত্যকা কোন দেশে ?

ক. পাকিস্তান খ. ভারত গ. আফগানিস্তান ঘ. ইরান

প্রশ্ন-৬. ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কখন ভোটাধিকার প্রয়োগ করেন ?

ক. মে ২০০৮ খ. এপ্রিল ২০০৭ গ. জানুয়ারি ২০০৮ ঘ. জুন ২০০৬

প্রশ্ন-৭. OPEC থেকে কোন দেশ নিজেকে প্রত্যাহার করে নেয় ?

ক. নাইজেরিয়া খ. লিবিয়া গ. ভেনিজুয়েলা ঘ. কাতার

প্রশ্ন-৮. কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?

ক. লাটভিয়া খ. হাঙ্গেরি গ. সার্বিয়া ঘ. আলবেনিয়া

প্রশ্ন-৯. নিচের কোন দেশটি তাদের সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদ বিষয়টি তুলে দিয়েছে ?

ক. রাশিয়া ও চীন খ. রাশিয়া ও কিউবা গ. চীন ও উত্তর কোরিয়া ঘ. রাশিয়া ও চীন

প্রশ্ন-১০. কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে ?

ক. ভুটান খ. ফিজি গ. শ্রীলংকা ঘ. মালদ্বীপ

প্রশ্ন-১১. পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমূর্তিটি কোথায় অবস্থিত ছিল ?

ক. আফগানিস্তান খ. সিংহল গ. তিব্বত ঘ. জাপান

প্রশ্ন-১২. কোন দেশ ২০২৩ সালে প্রেস ফ্রিডম সূচকে সর্বোচ্চ স্কোর করেছে ?

ক. সিংহল খ. তিব্বত গ. জাপান ঘ. নরওয়ে

প্রশ্ন-১৩. ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে ?

ক. স্পেন খ.ফ্রান্স গ. পর্তুগাল ঘ. ব্রিটেন

প্রশ্ন-১৪. লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মটির নাম কী যেটিতে একজন মহিলাকে রহস্যময় হাসির সাথে চিত্রিত করা হয়েছে ?

ক. ভাস্কো দা গামা খ. মোনালিসা গ. নীলিমা ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৫. দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি ?

ক. আমাজন খ. তুর্কি গ. নীল ঘ. ফ্রাংকিছ

প্রশ্ন-১৬. কোন শহরকে বিশ্বের ফ্যাশন রাজধানী হিসেবে বিবেচনা করা হয় ?

ক. প্যারিস খ. কিয়েভ গ. সাংহাই ঘ. সিংগাপুর

প্রশ্ন-১৭. কোন দেশটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং জনবহুল উভয় দেশ ?

ক. ব্রাজিল খ. আমেরিকা গ. আর্জেন্টিনা ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৮. Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম ?

ক. আর্জেন্টিনা খ. আমেরিকা গ. রাশিয়া ঘ. চীন

প্রশ্ন-১৯. ২০২৪ সালে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি ?

ক. আমেরিকা খ. ডেনমার্ক গ. কানাডা ঘ. ফিনল্যান্ড

প্রশ্ন-২০. সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণিকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয়ে অবনতি ঘটে কোন দেশের ?

ক. জাপান খ. জর্ডান গ. সুদান ঘ. কোরিয়া

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন