প্রশ্ন-১. ইসলামি শরিয়তের প্রধান উৎস কয়টি ?
প্রশ্ন-২. ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস কী কী ?
প্রশ্ন-৩. কুরআন শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত ?
প্রশ্ন-৪. বাইতুল ইয়্যাহ কোথায় অবস্থিত ?
প্রশ্ন-৫. পবিত্র কুরআন অল্প অল্প করে নাজিল হওয়ার কারণ কী ?
প্রশ্ন-৬. পবিত্র কুরআনে কত জন নবি-রাসুলের নাম উল্লেখ হয়েছে ?
প্রশ্ন-৭. কুরআন মাজিদে সুরাসমূহের ক্রমধারা ও বিন্যাস কোনটি দ্বারা সম্পন্ন হয়েছে ?
প্রশ্ন-৮. কুরআন মাজিদের সবচেয়ে বড় আয়াত কোন সুরায় আছে ?
প্রশ্ন-৯. ফুসতাতুল কুরআন (কুরআনের বসতি) বলা হয় কোন সুরাকে ?
প্রশ্ন-১০. কোন সূরাটিতে এক হাজার আদেশ, এক হাজার নিষেধাজ্ঞা, এক হাজার উপদেশ এবং এক হাজার সংবাদ অন্তর্ভুক্ত ?
প্রশ্ন-১১. পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব ?
প্রশ্ন-১২. মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নাম পবিত্র কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে ?
প্রশ্ন-১৩. পবিত্র কুরআনের কোন আয়াতটি সর্বশেষ নাযিল হয় ?
প্রশ্ন-১৪. পবিত্র কুরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে ?
প্রশ্ন-১৫. পবিত্র কুরআনে কতবার ‘রহমান’ শব্দের উল্লেখ হয়েছে ?
প্রশ্ন-১৬. পবিত্র কুরআনে কতবার ‘আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বাক্যটি এসেছে ?
প্রশ্ন-১৭. পবিত্র কুরআনের কোন আয়াতে আরবী ২৯টি অক্ষরই রয়েছে ?
প্রশ্ন-১৮. কুরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই ?
প্রশ্ন-১৯. কোন্ সূরা সম্পর্কে ইমাম শাফেঈ বলেন, “মানুষের জন্য এ সূরাটি ব্যতীত অন্য সূরা নাযিল না হলেও যথেষ্ট ছিল” ?
প্রশ্ন-২০. সূরা বাক্বারার কোন দু’টি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে ?