image image image

বিষয়: বাংলার-জ্ঞাণী

প্রতিটা প্রশ্নের মান = ১

বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকারণ হতে গৃহিত

প্রশ্ন-১. চর্যাপদ প্রথম প্রকাশিত হয় কত সালে ?

ক. ১৯১৬ খ. ১৯১৭ গ. ১৯১৮ ঘ. ১৯২০

প্রশ্ন-২. চর্যাপদের সবচেয়ে প্রাচীন/বাংলা সাহিত্যের আদিকবি কে ?

ক. হরিপ্রসাদ খ. লুইপা গ. রজনীকান্ত ঘ. নওহর

প্রশ্ন-৩. চর্যাপদের আবিষ্কারক ড.হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কী ?

ক. হরিপ্রসাদ সেন খ. রজনীকান্ত কের গ. হরপ্রসাদ ভট্টাচার্য ঘ. বইরাগ প্রসাদ

প্রশ্ন-৪. হিন্দু সমালোচকদের চাপিয়ে দেওয়া দোষ এই অন্ধকার যুগ অন্ধকার যুগ সম্পর্কে মন্তব্যটি ?

ক. হরিপ্রসাদ সেন খ. রজনীকান্ত কের গ. হরপ্রসাদ ভট্টাচার্য ঘ. আহমদ শরীফের

প্রশ্ন-৫. ভারতবর্ষে মুসলিম শাসনামলে রাজ্যভাষা ছিল কি ?

ক. ইংরেজি খ. হিন্দি গ. বাংলা ঘ. ফারসি

প্রশ্ন-৬. যে শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?

ক. তুর্কি খ. ইংরেজ গ. সুলতান ঘ. ফারসি

প্রশ্ন-৭. ‘ডাক্তারখানা’ মিশ্র শব্দটি কোন ভাষার শব্দ নিয়ে গঠিত ?

ক. ইংরেজি-ফারসি খ. ইংরেজি-আরবি গ. ইংরেজি-সংস্কৃত ঘ. বাংলা-আরবি

প্রশ্ন-৮. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম ?

ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম

প্রশ্ন-৯. বাংলা ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী ?

ক. চলিত রীতি খ. কথ্য রীতি গ. সাধুরীতি ঘ. আঞ্চলিক রীতি

প্রশ্ন-১০. ‘চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংকুচিত হয়’ - এ কথাটি ?

ক. ভিত্তিহীন খ. অবাস্তব গ. আংশিক সত্য ঘ. সম্পূর্ণ সত্য

প্রশ্ন-১১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে ?

ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন-১২. নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন ?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. প্রমথ চৌধুরী

প্রশ্ন-১৩. অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কী শব্দ বলে ?

ক. দেশি শব্দ খ. বিদেশি শব্দ গ. তৎসম শব্দ ঘ. বাংলা শব্দ

প্রশ্ন-১৪. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ?

ক. মধ্যযুগের শুরুতে খ. ইংরেজদের আগমনের পরে গ. মধ্যযুগের মাঝামাঝি ঘ. ইংরেজদের আগমনের পূর্বে

প্রশ্ন-১৫. দারোগা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

ক. ওলন্দাজ খ. তুর্কি গ. ফরাসি ঘ. পর্তুগিজ

প্রশ্ন-১৬. বাংলা ভাষার মৌলিক ধ্বনি কত টি ?

ক. ৩৭ টি খ. ৩৮ টি গ. ৩৯ টি ঘ. ৪০ টি ‍

প্রশ্ন-১৭. কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে ?

ক. শামসুর রহমান খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৮. কোন বাক্যে ক্রিয়া পদ উহ্য রয়েছে ?

ক. তিনি সাতার কাটঠছন খ. ইনি আমার ভাই গ. কবির বই পড়ছে ঘ. আমি লিখছি

প্রশ্ন-১৯. ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে ?

ক. শামসুর রহমান খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. বেগম সুফিয়া কামাল

প্রশ্ন-২০. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ?

ক. বর্ণ খ. ধ্বনি গ. শব্দ ঘ. বর্ণমালা

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন