প্রশ্ন-১. ডক্টর ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ?
প্রশ্ন-২. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার ?
প্রশ্ন-৩. সিন্দুরী’ বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম ?
প্রশ্ন-৪. জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয় ?
প্রশ্ন-৫. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল ?
প্রশ্ন-৬. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি ?
প্রশ্ন-৭. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে ‘বীরপ্রতীক’ উপাধিতে ভূষিত করা হয় ?
প্রশ্ন-৮. ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম ?
প্রশ্ন-৯. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
প্রশ্ন-১০. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি ?
প্রশ্ন-১১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে ?
প্রশ্ন-১২. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?
প্রশ্ন-১৩. কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় ?
প্রশ্ন-১৪. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ?
প্রশ্ন-১৫. মহানবী (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন ?
প্রশ্ন-১৬. বাংলা ভাষার মৌলিক ধ্বনি কত টি ?
প্রশ্ন-১৭. কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে ?
প্রশ্ন-১৮. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম ?
প্রশ্ন-১৯. ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে ?
প্রশ্ন-২০. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল ?
প্রশ্ন-২১. ডক্টর ইউনুস কত সালে জন্মগ্রহণ করেন ?
প্রশ্ন-২২. ডক্টর ইউনুস ভাইবোনদের মধ্যে কত তম ছিল ?
প্রশ্ন-২৩. ডক্টর ইউনুস কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন ?
প্রশ্ন-২৪. প্রাইমারী শিক্ষা শিশুদের কত বছর বয়স থেকে শুরু হয় ?
প্রশ্ন-২৫. ~Ministry of Education Ministry of Primary and Mass Education" কত সালে প্রতিষ্ঠীত হয় ?