image image image

বিষয়:সমাজিক-বিজ্ঞান

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা হিসেবে কাকে গণ্য করা হয় ?

ক. সেন্ট সাইমন খ. অগাস্ট কোঁৎ গ. প্লেটো ঘ. এমিল ডুখেইম

প্রশ্ন-২. Sociology শব্দটি কোন দুটি শব্দ থেকে উত্পন্ন হয়েছে ?

ক. Socius + Logos খ. Socius + Logic গ. Social + Logic ঘ. Social + Logos

প্রশ্ন-৩. Logos শব্দটির অর্থ কী ?

ক. তথ্য খ. জ্ঞান গ. বিজ্ঞান ঘ. বিশেষ ধারণা

প্রশ্ন-৪. Socius শব্দটির অর্থ কী ?

ক. সমাজ খ. সঙ্গ গ. সঙ্গী ঘ. সমিতি

প্রশ্ন-৫. সমাজবিজ্ঞানের প্রথম নাম কী ছিল ?

ক. Social Science খ. Social Philosophy গ. Social Physics ঘ. Social Idea

প্রশ্ন-৬. ‘সমাজবিজ্ঞান হলো অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান’—উক্তিটি কার ?

ক. অগাস্ট কোঁৎ খ. এমিল ডুখেইম গ. রবাটসন ঘ. ম্যাক্স ওয়েবার

প্রশ্ন-৭. সমাজবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান ?

ক. কল্পনানির্ভর খ. অনুমাননির্ভর গ. বিশ্লেষণভিত্তিক ঘ. বর্ণনাভিত্তিক

প্রশ্ন-৮. সমাজ কাঠামোর ভিত্তি কী ?

ক. মানুষ খ. মানব সম্পর্ক গ. পরিবার ঘ. জ্ঞাতি সম্পর্ক

প্রশ্ন-৯. ‘সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান, যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে।’ উক্তিটি কার ?

ক. ম্যাকাইভার ও পেজ খ. সামনার গ. গিডিংস ঘ. পোপেনো

প্রশ্ন-১০. সমাজবিজ্ঞানকে কী বলা হয় ?

ক. পরিকল্পনা প্রণয়নকারী খ. আচরণের বিজ্ঞান গ. বস্তুনিষ্ঠ বিজ্ঞান ঘ. ব্যবহারিক বিজ্ঞান

প্রশ্ন-১১. সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে ?

ক. ১৭০০ সালে খ. ১৮২০ সালে গ. ১৮৩৯ সালে ঘ. ১৯৪০ সালে

প্রশ্ন-১২. ‘The Republic’ গ্রন্থের রচয়িতা কে ?

ক. প্লেটো খ. কার্ল মার্ক্স গ. টমাস মুর ঘ. টেইলর

প্রশ্ন-১৩. ‘সমাজবিজ্ঞানের জনক’ বলা হয় কাকে ?

ক. ইবনে খালদুন খ. অগাস্ট কোঁৎ গ. ম্যাকিয়াভেলি ঘ. কার্ল মার্ক্স

প্রশ্ন-১৪. কাকে ‘সমাজবিজ্ঞানের আদি জনক’ বলা হয় ?

ক. হবস খ. বনে খালদুন গ. ম্যাকিয়াভেলি ঘ. রুশো

প্রশ্ন-১৫. কোনটি সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী মাধ্যম ?

ক. পরিবার খ. রাষ্ট্র গ. সমাজ ঘ. সম্প্রদায়

প্রশ্ন-১৬. ‘Das Kapital’ গ্রন্থের লেখক কে ?

ক. কার্ল মার্ক্স খ. হবস গ. টমাস মুর ঘ.টেইলর

প্রশ্ন-১৭. “মানুষের ধর্মই এই যে, সে অনেকের সাথে একত্রে বাস করতে চায়”— উক্তিটি কার ?

ক. এ. কে. নাজমুল করিমের খ. রবীন্দ্রনাথ ঠাকুরের গ. এরিস্টটলের ঘ. রুশোর

প্রশ্ন-১৮. ম্যাকাইভারের মতানুযায়ী সমাজের বৈশিষ্ট্য কয়টি ?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

প্রশ্ন-১৯. ইংরেজি Society শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে ?

ক.Socus খ. Civitas গ. Socous ঘ. Socius

প্রশ্ন-২০. কোন প্রত্যয়টি মানুষকে সামাজিক জীব হিসেবে মর্যাদা দান করে ?

ক. সম্প্রদায় খ. সমাজ গ. সংস্কৃতি ঘ. সভ্যতা

প্রশ্ন-২১. সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়টি ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থেই ব্যবহৃত হয় ?

ক. সম্প্রদায় খ. সমাজ গ. সংস্কৃতি ঘ. সভ্যতা

প্রশ্ন-২২. ‘সমাজ অর্থ সহযোগিতা’ — উক্তিটি কার ?

ক. ম্যাকাইভার খ.অগাস্ট কোঁৎ গ. গিডিংস ঘ. কোনটিই নয়

প্রশ্ন-২৩. ‘সমাজ মানুষের বহুবিধ সামাজিক সম্পর্কের এক সামগ্রিক পদ্ধতি’— উক্তিটি কার ?

ক. অগাস্ট কোঁৎ এর খ. ডুর্খেইম এর গ. গিডিংসের ঘ. ম্যাকাইভারের

প্রশ্ন-২৪. সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সমাজের সংজ্ঞায় কোন বিষয়টির ওপর গুরুত্বারোপ করেছেন ?

ক. সমমনা খ. সামাজিক সম্পর্ক গ. সমস্বার্থ ঘ. একই ভাষাভাষী

প্রশ্ন-২৫. ‘যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সংগঠিত রূপই সমাজ’–সংজ্ঞাটি কার ?

ক. Spencer খ.Robertson গ. R. T. Schaefer ঘ. Maclver & Page

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন