প্রশ্ন-১. তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়ায় গ্যাসের ওপর কোনো কাজ হয় না ?
প্রশ্ন-২. কোন গ্যাসের জন্য রুদ্ধতাপীয় রেখা অধিক খাড়া ?
প্রশ্ন-৩. এনট্রপির একক কোনটি ?
প্রশ্ন-৪. বায়ুমাধ্যমে শব্দ সঞ্চালন কোন ধরনের প্রক্রিয়া ?
প্রশ্ন-৫. থার্মোমিটারের ধারণা পাওয়া যায় তাপগতিবিদ্যার কোন সূত্রে ?
প্রশ্ন-৬. তাপগতিবিদ্যার প্রথম সূত্র কার কার মধ্যে সম্পর্ক স্থাপন করে ?
প্রশ্ন-৭. কার্নো চক্রের দ্বিতীয় ধাপে কার্যনির্বাহক বস্তুর—?
i. তাপের শোষণ ঘটে
ii. চাপ হ্রাস পায়
iii. তাপমাত্রা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-৮. রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে—
i. তাপ শোষিত হয়
ii. সিস্টেমের ওপর কার্য সম্পাদিত হয়
iii. সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়
i. নিচের কোনটি সঠিক
?নিচের তথ্যের আলোকে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি কার্নো ইঞ্জিন যখন 72°C তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে, তখন কর্মদক্ষতা 40%।
প্রশ্ন-৯. উদ্দীপক অনুসারে ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত ?
প্রশ্ন-১০. গ্রাহকের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনকে 60% দক্ষ করতে হলে—?
i. উৎসের পরিবর্তিত তাপমাত্রা হবে 862.5 K
ii. উৎসের তাপমাত্রা বৃদ্ধি পাবে 287.5 K
iii. উৎসের তাপমাত্রা হ্রাস পাবে 287.5 K
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১১. তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের বিবৃতি কোন তাপগতীয় প্রক্রিয়ারই একটি বিশেষ রূপ ?
প্রশ্ন-১২. মহাবিশ্বে এনট্রপির পরিমাণ ক্রমাগত কী হচ্ছে ?
প্রশ্ন-১৩. কার্নো চক্রের চতুর্থ ধাপে সিস্টেমের এনট্রপি কেমন হয় ?
প্রশ্ন-১৪. থার্মোমিটার তৈরির ভিত্তি তাপগতিবিদ্যার কোন সূত্র ?
প্রশ্ন-১৫. তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে একটি আদর্শ গ্যাস শূন্য মাধ্যমে প্রসারণ করা হলো। ফলে নিচের কোনটি ঘটবে ?
প্রশ্ন-১৬. তিনটি বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকলে তাদের নিচের কোন রাশিটি একই হবে ?
প্রশ্ন-১৭. স্থির চাপে গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম কোনটি ?
প্রশ্ন-১৮. হিমায়কে ব্যবহৃত তরলের নাম কী ?
প্রশ্ন-১৯. পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার ওপর নির্ভর করে পরমশূন্য তাপমাত্রা কত ?
প্রশ্ন-২০. তাপ ও তাপমাত্রা সম্পর্কে বলা হয়—?
i. তাপমাত্রা তাপ প্রবাহের দিক নির্দেশ করে
ii. তাপমাত্রা কারণ; তাপ এর ফল
iii. দুটি বস্তুর মধ্যে তাপীয় সমতা নির্ধারণ করে— তাপমাত্রা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২১. তাপগতিবিদ্যার ১ম সূত্র নিচের কোন সূত্রের বিশেষ রূপ ?
প্রশ্ন-২২. বদ্ধ সিস্টেম পরিবেশের সঙ্গে কী বিনিময় করে ?
প্রশ্ন-২৩. গ্যাস কর্তৃক কৃতকাজ সম্পন্ন হলে নিচের কোনটি প্রযোজ্য হয় ?
প্রশ্ন-২৪. তাপগতীয় চলক— ?
i. চাপ
ii. আয়তন ও তাপমাত্রা
iii. অভ্যন্তরীণ শক্তি
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৫. ∆ Q ধনাত্মক হয় যখন— ?
i. সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়
ii. সিস্টেমে তাপ সরবরাহ করা হয়
iii. সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়
নিচের কোনটি সঠিক