প্রশ্ন-১. প্রাণিজগতের ভিন্নতার কারণ কী ?
প্রশ্ন-২. কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ ?
প্রশ্ন-৩. নিচের কোন পর্বে মেসোডার্ম স্তর অনুপস্থিত ?
প্রশ্ন-৪. নিচের কোনটি অপ্রতিসম প্রাণী ?
প্রশ্ন-৫. কোনটি দ্বি–অরীয় প্রতিসাম্যের অন্তর্গত ?
প্রশ্ন-৬. প্রাণীর শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রতিটি Taxon–এর নাম অনুমোদিত হয় কোন সংখ্যা দ্বারা ?
প্রশ্ন-৭. Species শব্দের প্রবর্তক কে ?
প্রশ্ন-৮. সিলোমহীন পর্ব কোনটি ?
প্রশ্ন-৯. ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি ?
প্রশ্ন-১০. অস্টিয়াম পাওয়া যায় কোন পর্বে ?
প্রশ্ন-১১. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ?
প্রশ্ন-১২. কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয় ?
প্রশ্ন-১৩. দুইটি ননসিস্টার ক্রোমাটিডের ক্রস (x) আকৃতির জোড়াস্থলকে কী বলে ?
প্রশ্ন-১৪. হামোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি করে থাকে ?
প্রশ্ন-১৫. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমে জলযোজন ঘটে ?
প্রশ্ন-১৬. ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় কোন পর্যায়ে ?
প্রশ্ন-১৭. মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে ?
প্রশ্ন-১৮. একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করে কোন ধাপে ?
প্রশ্ন-১৯. উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ - ?
প্রশ্ন-২০. নিউক্লিওলাসের অবলুপ্তি ঘটে কোন উপপর্যায়ে ?
প্রশ্ন-২১. মিয়োসিস কোষ বিভাজনে DNA এর প্রতিরূপ সৃষ্টি হয় কোন ধাপে ?
প্রশ্ন-২২. যৌন জননশীল জীবের ভিন্ন গ্যামিটদ্বয় মিলিত হয়ে কী ধরনের জাইগোট গঠন করে ?
প্রশ্ন-২৩. কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় কি ঘটে ?
প্রশ্ন-২৪. মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় ?
প্রশ্ন-২৫. কোষ চক্রের কত ভাগ মাইটোসিস ব্যয় হয় ?