প্রশ্ন-১. WiMax এর স্টান্ডার্ড কত ?
প্রশ্ন-২. (১১১০.১১)২ এর সমকক্ষ হেক্সাডেসিমেলের সংখ্যা কোনটি ?
প্রশ্ন-৩. Websiteিএর একক ঠিকানা- ?
প্রশ্ন-৪. নির্দিষ্ট ডাটা খুজতে কোনটি ব্যবহৃত হয় ?
প্রশ্ন-৫. ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযোজনে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয় ?
প্রশ্ন-৬. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ?
প্রশ্ন-৭. ৫ টি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কত ?
প্রশ্ন-৮. (১৭)৮ এর পরের সংখ্যা কত ?
প্রশ্ন-৯. কোন প্রজন্মের মোবাইলে প্রথম এমএমএস সার্ভিস চালু হয় ?
প্রশ্ন-১০. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক- ?
১.বিশেষজ্ঞ চিকিৎসক
২.রোগ নির্ণয় কেন্দ্র
৩.বিমেষায়িত নেটওয়ার্ক
প্রশ্ন-১১. বায়োইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো- ?
১. জৈব প্রযুক্তি
২. জীবাণু অস্ত্র তৈরি
৩. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১২. বিট,বাইট,মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোন ভাষা ?
১. মেশিন ভাষা
১. মধ্যস্তরের ভাষা
১. উচ্চস্তরের ভাষা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৩. ”C“ ভাষায় লাইব্রেরী ফাংশন হলো- ?
১. printf()
২. scanf()
৩. add()
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৪. ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হলো- ?
১. ASP
২. PHP
৩. JSP
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৫. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোড়ানো যায় ?
প্রশ্ন-১৬. গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির ফোনকে ?
প্রশ্ন-১৭. মাইক্রোওযেভ প্রযুক্তির াসুবিধা দুর করার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয় ?
প্রশ্ন-১৮. ডাটা টেবিলে ইমেজ সংযোজনে কোন ধরণের ডেটা টাইপ ব্রবহৃত হয় ?
প্রশ্ন-১৯. সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান ?
প্রশ্ন-২০. নিচের কোনটি ১৬ বিটের কোড ?
প্রশ্ন-২১. দুর্ঘটনায় নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে- ?
প্রশ্ন-২২. সরকারী প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের- ?
১. দক্ষতা বৃদ্ধি পায়
২. স্বচ্ছতা ও জবাবদিহীতা বৃদ্ধি পায়
৩. সেবার সান হ্রাস পায়
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-২৩. কোন ওয়েব সাইট কাঠামোতে যে কোন পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায় ?
প্রশ্ন-২৪. “সি” ভাষায় float ডেটা টাইপ কত বিটের ?
প্রশ্ন-২৫. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত ?