প্রশ্ন-১. বাংলাদেশ ব্যাংক কার পক্ষে ট্রেজারি বন্ড ইস্যু করে ?
প্রশ্ন-২. যদি IRR = ১৪% হয়, তাহলে NPV = ?
প্রশ্ন-৩. মূলধন বাজেটিং কোন ধরনের বিনিয়োগ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ?
প্রশ্ন-৪. কখন প্রকল্প গ্রহণ করা উচিত ?
প্রশ্ন-৫. ১০ বৎসর মেয়াদি একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ১,৬০,০০০ টাকা এবং গড় নিট মুনাফা ২০,০০০ টাকা হলে গড় মুনাফার হার কত ?
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও: সালমান প্রকল্পের একটি মেশিনের ক্রয়মূল্য ৩২,০০০ টাকা। প্রকল্পের মেয়াদকাল ৬ বছর। উক্ত প্রকল্প হতে প্রত্যেক বছর ৮,০০০ টাকা করে নগদ আন্তঃপ্রবাহ পাওয়া যাবে বলে আশা করা যায়।
প্রশ্ন-৬. PBP নির্ণয় কর ?
প্রশ্ন-৭. উদ্বৃত্ত জীবনকাল কত হবে ?
প্রশ্ন-৮. প্রকল্পদ্বয়ের ক্ষেত্রে- ?
১. প্রকল্প অ গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল কম
২. প্রকল্প -ই গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল বেশি
৩. প্রকল্প অ গ্রহণযোগ্য কারণ এর পরিশোধকাল বেশি
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-৯. প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে মূলধনের বরাদ্দ দেওয়াকে কী বলে ?
প্রশ্ন-১০. অর্থের সময়মূল্য বিবেচনা করা হয়- ?
১. IRR-এ
২. NPV-এ
৩. ARR-এ
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও: নোয়াখালীর কামাল সাহেব বিদেশে থাকেন। তার ছোট ভাই কিছু টাকা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য পরামর্শ দিলেন। কোম্পানি প্রথম বারের মতো শেয়ার বিক্রির প্রস্তাব দেখে আকৃষ্ট হয়ে শেয়ার ক্রয় করলেন। কয়েক বছর পর শেয়ারের দাম বাড়ার পর উক্ত শেয়ার বিক্রি করে তিনি একখ- কৃষি জমি ক্রয় করলেন।
প্রশ্ন-১১. কামাল সাহেব কোম্পানির শেয়ার কোন বাজার থেকে সংগ্রহ করেছেন ?
প্রশ্ন-১২. কামাল সাহেবের শেয়ার বিক্রির জন্য কোন বাজার যুক্তিসঙ্গত হবে ?
প্রশ্ন-১৩. অর্থায়নের ক্রমবিকাশে শিল্পবিপ্লব ও প্রযুক্তির উন্নয়ন নিচের কোন সময়সীমায় ?
প্রশ্ন-১৪. সরকারি অর্থায়নের প্রথম কাজ কোনটি ?
প্রশ্ন-১৫. একটা কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ার ক্রয় করলে অর্থায়নের কোন নীতি অনুসরণ করা হয় ?
প্রশ্ন-১৬. অবষ্টিত মুনাফা (Retained Earning) কোন অর্থায়ন থেকে করা হয় ?
প্রশ্ন-১৭. অর্থায়নের সামাজিক দায়িত্ব হলো- ?
১. মালিকের সম্পদ বৃদ্ধিকরণ
২. জাতীয় আয় বৃদ্ধিকরণ
৩. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-১৮. অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা হলো-?
১. ভোক্তার স্বার্থ রক্ষা
২. ব্যবস্থাপনার স্বার্থ রক্ষা
৩. শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-১৯. নিচের কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ ক্ষেত্র ?
প্রশ্ন-২০. নিচের কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম ?
প্রশ্ন-২১. বাজার ঝুঁকির মান কত ?
প্রশ্ন-২২. অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে ?
প্রশ্ন-২৩. পত্রকোষের আদর্শ ব্যবধানের সূত্র উদ্ভাবন করেন কে ?
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও: নূর লি. এর ঝুঁকিমুক্ত আয়ের হার ৬%, মার্কেট পোর্টফোলিও আয়ের হার ১০% এবং বিটা সহগ ১.৫।
প্রশ্ন-২৪. নূর লি. এর ঝুঁকি প্রিমিয়াম কত ?
প্রশ্ন-২৫. নূর লি. এর প্রত্যাশিত আয়ের হার কত ?
প্রশ্ন-২৬. কোন ঝুঁকি হ্রাস করা যায় না ?
প্রশ্ন-২৭. বর্তমান ও ভবিষ্যতে মূল্য সমান হবে-?
১. মেয়াদকাল শূন্য হলে
২. সুদের হার শূন্য হলে
৩. বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা এক হলে
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-২৮. একক ঝুঁকি কোন ঝুঁকির অংশ ?
প্রশ্ন-২৯. ঝুঁকি হলো-
১. পরিমাপযোগ্য
২. অনিশ্চয়তা থেকে সৃষ্টি
৩. পরিহারযোগ্য
নিচের কোনটি সঠিক ?
প্রশ্ন-৩০. ঝুঁকি পরিমাপের পদ্ধতি হলো- ?
১. আদর্শ বিচ্যুতি
২. সম্ভাবনা বিন্যাস
৩. বিভেদাঙ্ক
নিচের কোনটি সঠিক ?