image image image

বিষয়:বাংলা-২য় পত্র

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিনত হযেছে ?

ক. লেখা ও শোনার খ. লেখা ও দেখার গ. লেখা ও ছাপা ঘ. ছাপা ও বলা

প্রশ্ন-২. প্রতিটি শব্দের যথার্থ উচ্চারণের নিয়ম বা সুত্র সমষ্টিকে কি বলা হয় ?

ক. উচ্চারণ খ. উচ্চারণনীতি গ. উপসর্গ ঘ. বাগধারা

প্রশ্ন-৩. ভাষার মূল উপাদান কি ?

ক. ধ্বনি খ. বাক্য গ. বর্ণ ঘ. শব্দ

প্রশ্ন-৪. মানুষের কণ্ঠ হতে উচ্চারিত আওয়াজকে ?

ক. বর্ণ খ. বাক্য গ. শব্দ ঘ. ধ্বনি

প্রশ্ন-৫. বাংলা ভাষায় স্বর বর্ণ কতটি

ক. ৮ খ. ৯ গ. ১০ ঘ. ১১

প্রশ্ন-৬. বাংলা ভাষায় স্বর বর্ণে স্বতন্ত্র ধ্বনিমুল হিসেবে উচ্চারিত হয় কতটি ?

ক. ৭ খ. ৬ গ. ৫ ঘ. ৪

প্রশ্ন-৭. বাংলা ভাষায় স্বর বর্ণে স্বতন্ত্র ধ্বনিমুল কোনটি ?

ক. উ খ. ঊ গ. র ঘ. ণ

প্রশ্ন-৮. শব্দের আদিতে ‘সহিত’ অর্থে ‘স’ অথবা সম্পুর্ন অর্থে ‘স’ থাকলে আদি অ-এ উচ্চারণ কি হয় ?

ক. অবিকৃত হয় খ. বিকৃত হয় গ. নষ্ট হয় ঘ. আস্তে হয়

প্রশ্ন-৯. ’য়’ প্রত্যয়ান্ত শব্দের আদ্য ‘অ’ কিভাবে উচ্চারণ হয় ?

ক. বিকৃত হয় খ. অবিকৃত হয় গ. শুদ্ধভাবে হয় ঘ. আস্তে হয়

প্রশ্ন-১০. বাংলায় একাক্ষর শব্দের ‘আ’ এর উচ্চারণ কি রকম হয় ?

ক. নিম্ন খ. দীর্ঘ গ. বিকৃত ঘ. অবিকৃত

প্রশ্ন-১১. বাংলা উচ্চারণে ‘এ’ কিভাবে উচ্চারিত হয় ?

ক. সংবৃত খ. বিকৃত গ. সংবৃত ও বিকৃত ঘ. নমনীয়

প্রশ্ন-১২. শব্দের মধ্যে বা শেষে ব-ফলা থাকলে কি হয় ?

ক. উচ্চারিত হয় খ. অনুচ্চারিত হয় গ. বিকৃত ঘ. সংবৃত

প্রশ্ন-১৩. অশিক্ষিত শব্দের সঠিক উচ্চারণ কোনটি ?

ক. অসিখিত খ. অশিক্খিতো গ. অশিকখিতো ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৪. উচ্ছেদ শব্দের সঠিক উচ্চারণ কোনটি ?

ক. ঊচছেদ্ খ. উচছেদ্ গ.্‌উছছেদ্ ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৫. যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গোষ্ঠী, সমষ্টি, গুণ বা অবস্থার নাম বোঝায়, তাকে কি বলে ?

ক.বিশেষণ খ. বিশেষ্য গ. অব্যয় ঘ.কিৃয়া

প্রশ্ন-১৬. কোনটি বিশেষ্য পদের উদাহরণ ?

ক. বাটি খ. টাকা গ. ঢাকা ঘ. সবগুলো

প্রশ্ন-১৭. গঠন অনুসারে বাক্য কত প্রকার ?

ক. ৬ প্রকার খ. ৫ প্রকার গ.৪ প্রকার ঘ. ৩ প্রকার

প্রশ্ন-১৮. ‘Dialect’ শব্দের পারিভাষিক রূপ কোনটি ?

ক. ভাষা খ. উপভাষা গ. ভাষ্য ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৯. ‘Embargo’ শব্দের পারিভাষিক রূপ কোনটি ?

ক. প্রস্তাব খ. অনুমতি গ. নিষেধ ঘ. নিষেধাজ্ঞা

প্রশ্ন-২০. যে বিধান অনুসারে তৎসম শব্দের ‘ন’ ‘ণ’ তে পরিণত হয় তাকে কি বলে ?

ক. শ-ত্ব বিধান খ. ণ-ত্ব বিধান গ. বাংলা বিধান ঘ. কোনটিই নয়

প্রশ্ন-২১. খাটি বাংলা শব্দে কোনটি ব্যবহৃত হয় না ?

ক. ণ খ. ষ গ. স ঘ. শ

প্রশ্ন-২২. কোনটি খাটি বাংলা শব্দের উদাহরণ ?

ক. বাসা খ. মানুষ গ. পশু ঘ. অফিস

প্রশ্ন-২৩. কোন কোন শব্দে ‘ষ’ ব্যবহৃত হয় না ?

ক.খাটি বাংলা খ. বিদেশি গ.বাংলা ক্রিয়া পদে ঘ. সবগুলোতেই

প্রশ্ন-২৪. নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক. পনয়ন খ. প্রণয়ন গ.ইতিমধ্যে ঘ. উজ্জল

প্রশ্ন-২৫. নিচের কোন বানানটি অশুদ্ধ ?

ক. পণ্য খ. তোরণ গ. পুরস্কার ঘ. পুরষ্কার

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন