প্রশ্ন-১. হিসাববিজ্ঞান কী ?
প্রশ্ন-২. হিসাববিজ্ঞানের কাঁচামাল কী ?
প্রশ্ন-৩. হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয় ?
প্রশ্ন-৪. হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ?
প্রশ্ন-৫. ‘লেনদেন’ শব্দটির আভিধানিক অর্থ কী ?
প্রশ্ন-৬. প্রাচীনকালে মানুষ হিসাব সংরক্ষণ করত কীভাবে ?
প্রশ্ন-৭. হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয় ?
প্রশ্ন-৮. প্রাচীনকালে মানুষের প্রধান অর্থনৈতিক কাজ কী ছিল ?
প্রশ্ন-৯. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে ?
প্রশ্ন-১০. কোনটিকে ‘অনগদ লেনদেন’ বলে বিবেচনা করা হয় ?
প্রশ্ন-১১. দৈনিক বই হলো— ?
i. জাবেদা
ii. খতিয়ান
iii. আর্থিক বিবরণী
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১২. তিনঘরা নগদান বইয়ে জের টানা হয়—?
i. নগদ কলামের
ii. ব্যাংক কলামের
iii. বাট্টা কলামের
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৩. ক্রয় বই থেকে জানা যায়— ?
i. মোট ক্রয়ের পরিমাণ
ii. মোট প্রদেয় হিসাবের পরিমাণ
iii. মোট ধারে ক্রয়ের পরিমাণ
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৪. মৃণাল একজন খুচরা ব্যবসায়ী। মি. রহিমকে তাঁর পাওনা ২১,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ২০,৮০০ টাকার একটি চেক প্রদান করেন। লেনদেনটি লিপিবদ্ধ করতে হবে নগদান বইয়ের ক্রেডিট দিকে— ?
i. ব্যাংক ঘরে ২০,৮০০ টাকা
ii. বাট্টার ঘরে ২০০ টাকা
iii. নগদ ঘরে ২০,৮০০ টাকা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৫. কারবারি বাট্টা কোন বইতে লিপিবদ্ধ করা হয় ?
প্রশ্ন-১৬. ভাউচার কত প্রকার ?
প্রশ্ন-১৭. জাবেদায় হিসাব চক্রের কোন ধাপটি সম্পন্ন হয় ?
প্রশ্ন-১৮. নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়— ?
i. ক্রয়
ii. প্রদেয় হিসাব
iii. প্রাপ্ত বাট্টা
নিচের কোনটি সঠিক
প্রশ্ন-১৯. নিচের কোন প্রকার চেকের টাকা সরাসরি ব্যাংক হতে তোলা যায় না ?
প্রশ্ন-২০. তামিম অ্যান্ড কোং-এর অগ্রদত্ত অর্থের পরিমাণ ২,০০০ টাকা। মে মাস শেষে হাতে নগদ টাকার পরিমাণ ৬০০ টাকা। মে মাসে খরচের পরিমাণ কত ?
প্রশ্ন-২১. ডেবিট নোটের সাহায্যে কী লেখা হয় ?
প্রশ্ন-২২. আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় কোনটি ?
প্রশ্ন-২৩. বিক্রয়ের উদ্দেশ্যে আসবাব ক্রয় করা হলো, সঠিক জাবেদা দাখিলা কোনটি ?
প্রশ্ন-২৪.জনাব হাসান একজন আসবাব ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে ব্যবহারের জন্য নগদ ৫,০০০ টাকা দিয়ে একটি আলমারি ক্রয় করেন। এ ক্ষেত্রে কোন হিসাবটি ডেবিট করতে হবে ?
প্রশ্ন-২৫. বাট্টা সাধারণত কত প্রকার ?