image image image

বিষয়:বাংলা-১ম পত্র

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ কী ধরনের রচনা ?

ক. গল্প খ. নাটক গ. প্রবন্ধ ঘ. উপন্যাস

প্রশ্ন-২. অনুপমের বাবা কিভাবে জীবিকা নির্বাহ করতেন ?

ক. ডাক্তারি খ. মাস্টারি গ. কৃষক ঘ. ব্যবসা

প্রশ্ন-৩. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা ?

ক. নাট্যগ্রন্থ খ. উপন্যাস গ. কাব্যগ্রন্থ ঘ. দিনলিপি

প্রশ্ন-৪. হরিস মানুষ হিসেবে কেমন ছিল ?

ক. গম্ভীর খ. চালাক গ. তোষামুদে ঘ. রসিক

প্রশ্ন-৫. মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে ?

ক. সাহসী খ. প্ৰগতিশীল গ. শক্তিশালী ঘ. মানুষ

প্রশ্ন-৬. ‘আমার পথ’ প্রবন্ধে কোনটিকে বড় দাসত্ব বলা হয়েছে ?

ক. পরাবলম্বন খ. নিষ্কৃয়তঅ গ. গোলামরি ভাব ঘ. মিথ্যা অবলম্বন

প্রশ্ন-৭. ‘মাসি-পিসি’ গল্পের শকুন কিসের প্রতীক ?

ক. দীর্ঘশ্বাস খ. হাহাকার গ. দুঃশাসন ঘ. দুঃসময়

প্রশ্ন-৮. ‘মাসি-পিসি’ গল্পে প্রকাশ পেয়েছে-?

i. নারী লাঞ্ছনার চিত্র

ii. তৎকালীন সমাজবাস্তবতা

iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-৯. মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে- কথাটি কার ?

ক. মহিউদ্দীনের খ. শম্ভুনাথের গ.শেখ মুজিবের ঘ. নুরুল হুদার

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : ‘হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য এমন সহজ মৃত্যু করি না কামনা।

প্রশ্ন-১০. উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে ?

ক. বাঙালির বীরত্ব খ. বাঙালির সাহসিকতা গ. পাকবাহিনীর বর্বরতা ঘ. পাকিস্তানিদের স্বার্থপরতা

প্রশ্ন-১১. উদ্দীপকের আবহে ‘রেইনকোট’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে-?

i. মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র

ii. পাকিস্তানিদের নিষ্ঠুরতা

iii. বাঙালির বিজয়গাথা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১২. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়?

ক. ১০ বছর খ. ১৫ বছর গ. ২০ বছর ঘ. ২৫ বছর

প্রশ্ন-১৩. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা ?

ক. সবুজপত্র খ. নবযুগ গ. অগ্নিশিখা ঘ. অগ্নিপত্র

প্রশ্ন-১৪. কবির হাতে রয়েছে-

i. মারণাস্ত্র

ii. বাঁশের বাঁশরি

iii. রণ-তূর্য

নিচের কোনটি সঠিক

ক.i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-১৫. ‘প্রতিদান’ কবিতার রচয়িতা কে ?

ক. সুকান্ত ভট্টাচার্য খ. জসীমউদদীন গ. মহাদেব সাহা ঘ. শহীদ কাদরী

প্রশ্ন-১৬. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে ?

ক. আমের মুকুল খ. দক্ষিণ দুয়ার গ. দখিনা সমীর ঘ.বাতাবি নেবুর ফুল

প্রশ্ন-১৭. কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে ?

ক. শামসুর রহমান খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৮. “সঁপে আত্মাকে শপথের কোলাহলে”- “আঠারো বছর বয়স’ কবিতার চরণটিতে কী প্রকাশিত ?

ক. সাহসিকতা খ. পদক্ষেপের দৃঢ়তা গ. সহমর্মিতা ঘ. তারুণ্যের ক্ষুব্ধতা

প্রশ্ন-১৯. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত ?

ক. সনেট খ. স্বরবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. মাত্রাবৃত্ত

প্রশ্ন-২০. ‘নেহারি’ শব্দের অর্থ কী ?

ক. হার না মানা খ. অনুসন্ধান করা গ. প্রত্যক্ষ করে ঘ. মাথা নত করে

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও : ‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।”

প্রশ্ন-২১. উদ্দীপকের ভাব ‘প্রতিদান’ কবিতার কোন ভাবটিকে ধারণ করে ?

ক. সাম্যবাদ খ. প্রতিবাদ গ. হিংসা-বিদ্বেষপূর্ণ মনোভাব ঘ. জাগরণ চিন্তা

প্রশ্ন-২২. উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতায় প্রকাশ পেয়েছে-?

i. মানুষের প্রতি ভালোবাসা

ii. মানুষের প্রতি অবহেলা

iii. মানুষের শ্রেষ্ঠত্ব

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়- ?

ক. ১৯৩২ খ. ১৯৩৩ গ. ১৯৩৬ ঘ. ১৯৩৫

প্রশ্ন-২৪. ‘আকাল’ কাব্যগ্রন্থটি কে সম্পাদনা করেছে ?

ক. কাজী নজরুল ইসলাম খ. সুকান্ত ভট্টাচার্য গ. শামসুর রাহমান ঘ. আল মাহমুদ

প্রশ্ন-২৫. “Long live Nabab Jafar Ali Khan” সংলাপটি কার ?

ক. রাজবল্লভ খ. ক্লাইভের গ. ক্লেটনের ঘ. কিলপ্যাট্রিকের

প্রশ্ন-২৬. কে প্রাণভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে ?

ক. ক্লেটন খ. মানিকচাঁদ গ. রায়দুর্লভরায়দুর্লভ ঘ. রজার ড্রেক

প্রশ্ন-২৭. ‘যত বড় মুখ নয় তত বড় কথা”- এ উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে-?

i. বাঙালিদের কথা ইংরেজদের পছন্দ হয় না

ii. ইংরেজদের কাছে বাঙালি তুচ্ছ জাতি

iii. ইংরেজদের দৃষ্টিতে বাঙালি কাপুরুষ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

প্রশ্ন-২৮. মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করে ?

ক. ক্ষোভ খ. গর্ব গ. হিংসা ঘ. ক্রোধ

উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও : অচিনপুর গ্রামে একজন সাধু বাবার আগমন ঘটেছে। তিনি নাকি ঝড়-বৃষ্টি থামাতে পারেন, নদীর ওপর দিয় হেঁটে যেতে পারেন। চাঁদকেও হাতের মুঠোয় পুরতে পারেন।

প্রশ্ন-২৯. উদ্দীপকের ‘সাধু বাবা’ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ ?

ক. মজিদ খ. মতলুব মিয়া গ. দুদু মিয়া ঘ. পীর সাহেব

প্রশ্ন-৩০. এরূপ মিল হওয়ার কারণ- ?

i. তিনি সূর্যকে ধরে রাখেন

ii. তিনি হুকুম না দিলে নামাজের সময় গড়ায় না

iii. তিনি মুরিদদের বেহেস্তে যাওয়ার ব্যবস্থা করেন

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i,ii ও iii

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন