image image image

বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অংশ। নৌবাহিনীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ বর্গমাইল) সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, বহির্নোঙ্গরে অবস্থিত সকল মার্চেন্টশিপ, কার্গোশিপ চাঁদাবাজি, চুরি এবং জিম্মির কবলে পড়লে তা থেকে ওগুলোকে রক্ষা করা, প্রয়োজনে জেলেদের বৈধ মৎস্য আহরণে নিরাপত্তা দেওয়া, সকল মার্চেন্টশিপের এবং কার্গোশিপের নিরাপত্তা প্রদান করা (প্রয়োজন সাপেক্ষে), সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, বিদেশী জেলেদের অবৈধ মৎস্য শিকার রোধ করা, ভারত এবং মায়ানমার কিংবা যে কোনো দেশ থেকে আগত কোনো প্রকার জলদস্যুতা বাংলাদেশের সমুদ্রসীমানায় প্রবেশ না করতে দেওয়া, জলদস্যু বাংলাদেশের সমুদ্রসীমানায় প্রবেশ করলে তাদেরকে গ্রেপ্তার করা বা প্রয়োজনে তাদের সঙ্গে লড়াই করা, সমুদ্রপথে চোরাচালান রোধ করে গ্রেপ্তার করা, বাংলাদেশের ব্লু ইকোনমি এবং বাংলাদেশের সকল সমুদ্রবন্দরের নিরাপত্তা বিধান করা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হলো সমুদ্রে উদ্ভূত বহিঃশত্রুর হুমকি এবং আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দূর্যোগ ব্যবস্থাপনায় নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে। নৌবাহিনী জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে।

নামঃ বাংলাদেশ নৌবাহিনী ।
সক্রিয়ঃ ১৯৭১ - বর্তমান ।
ভূমিকাঃ নৌযুদ্ধ ।
অংশীদারঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ।
সদর দপ্তরঃ বনানী, ঢাকা ।
ডাকনামঃ বিএন ।
নীতিবাক্যঃ "শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়"।
রংঃ সাদা, নীল ।
মাস্কটঃ উড়ন্ত ঈগল ।
যুদ্ধসমূহঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ,অপারেশন জ্যাকপট ও বাংলাদেশ-মায়ানমার সমুদ্র বিরোধ ২০০৮ ।
ওয়েবসাইটঃ www.navy.mil.bd ।

বিষয়: বাংলাদেশ-নৌবাহিনী

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. বাংলাদেশের সবচেয়ে বড় আদালতের নাম কি ?

ক. সুপ্রিমকোর্ট খ. জর্জকোর্ট গ. হাইকোর্ট ঘ. কোনটিই নয়

প্রশ্ন-২. সঠিক বানান কোনটি ?

ক. কূসংস্কার খ. কুসংস্কার গ. কুসংশ্কার ঘ. কূসংশ্কার

প্রশ্ন-৩. শহীদ বুদ্ধিজীবি দিবস কবে ?

ক. ১৫ নভেম্বর খ. ১৪ ডিসেম্বর গ. ১৪ নভেম্বর ঘ. ১৫ ডিসেম্বর

প্রশ্ন-৪. বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্থিত ?

ক. ঢাকা খ. খুলনা গ. বরিশাল ঘ. চট্টগ্রাম

প্রশ্ন-৫. Univercity তে কতটি vowel আছে ?

ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. নেই

প্রশ্ন-৬. দুইটি কবুতর, দুইটি বিড়াল ও দুইচি সাপের কতটি পা আছে ?

ক. ১২ টি খ. ১৩ টি গ. ১৪ টি ঘ. ১৫ টি

প্রশ্ন-৭. Army is to Sainik, Navy is to ?

ক.Fighter খ.Soldier গ. Sailor ঘ.Shooter

প্রশ্ন-৮. নৌবাহিনীতে বর্তমানে কতটি ডুবো জাহাজ রয়েছে ?

ক. ২ টি খ. ৪ টি গ. ৫ টি ঘ. ৮ টি

প্রশ্ন-৯. ৩,৬,৯,১২,১৫,১৮ সিরীজের পরবর্তী সংখ্যাটি কত ?

ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২

প্রশ্ন-১০. ১,৩,৫,৭,৯ পরের সংখ্যাটি কত ?

ক. ৭ খ. ১৩ গ. ১৫ ঘ. ১১

প্রশ্ন-১১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে ?

ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন-১২. “তুমি না বলেছিলে েএখানে আসবে” এখানে না শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে ?

ক. প্রশ্নবোধক খ. নাবোধক গ. হ্যাবোধক ঘ. বিস্ময়বোধক

প্রশ্ন-১৩. কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় ?

ক. রসায়ন খ. পদার্থবিজ্ঞান গ. জীববিজ্ঞান ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৪. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ?

ক. মধ্যযুগের শুরুতে খ. ইংরেজদের আগমনের পরে গ. মধ্যযুগের মাঝামাঝি ঘ. ইংরেজদের আগমনের পূর্বে

প্রশ্ন-১৫. নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক. শুক খ. সতীন গ. কনে ঘ. শিল্পী

প্রশ্ন-১৬. বাংলা ভাষার মৌলিক ধ্বনি কত টি ?

ক. ৩৭ টি খ. ৩৮ টি গ. ৩৯ টি ঘ. ৪০ টি ‍

প্রশ্ন-১৭. “আ মরি বাংলা ভাষা” - এ আ দ্বারা কি বোঝানো হয়েছে ?

ক. আশা খ. আনুগত্য গ. আনন্দ ঘ. আবেগ

প্রশ্ন-১৮. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম ?

ক. আমেরিকা খ. থাইল্যান্ড গ. জাপান ঘ. নেপাল

প্রশ্ন-১৯. ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে ?

ক. শামসুর রহমান খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. বেগম সুফিয়া কামাল

প্রশ্ন-২০. নৌবাহিনী প্রধানের নাম কি ?

ক. মোঃ নাজমুল হাসান খ. মোঃ ইকবাল করিম গ. মোঃ রাশেদ চৌধুরী ঘ. কেউ নয়

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন