image image image

বাংলাদেশ বিমান বাহিনী

বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আকাশ যুদ্ধ শাখা। বিমান বাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে বাংলাদেশের আকাশ সীমার সার্বভৌমত্ব রক্ষা করা। পাশাপাশি, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীকে বিমান সহায়তা প্রদান করাও বিমান বাহিনীর অন্যতম দায়িত্ব। এছাড়াও বিমান বাহিনী দেশে ও বিদেশে বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা প্রদান করে থাকে এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের সাথেও যুক্ত রয়েছে। ১৯৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বিমান বাহিনীর বৈমানিকরা ওতপ্ৰোতভাবে জড়িত ছিলেন এবং স্থল যুদ্ধের প্ৰস্তুতি ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর জনবল ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর পক্ষত্যাগী বাঙালি কর্মকর্তা ও বিমানসেনারা। সে সময় ভারতে আশ্ৰয় নিয়ে যুদ্ধ সমাপ্ত পৰ্যন্ত থেকে যাওয়া বেশ কিছু বিমান কৰ্মকৰ্তা ছিলেন; যেমন বদরুল আলম, এ কে খন্দকার, সুলতান মাহমুদ, পিআইএ পাইলট ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, সাবেক পিআইএ পাইলট ক্যাপ্টেন সাত্তার, সাবেক পিআইএ পাইলট ক্যাপ্টেন সরফুদ্দিন এবং সাবেক কৃষিবিভাগের পাইলট ক্যাপ্টেন আকরাম আহমেদ প্রমুখ। তাঁদের মধ্যে বিশেষ করে ২/৩ জনের দাবি অনুযায়ী "বাংলাদেশ বিমান বাহিনী" নাম করণ করা হয় এবং তাঁদের প্ৰশিক্ষণ দেয়া হয়। মূলত তাঁরাই ভারত থেকে বাংলাদেশে উড়ে এসে বিভিন্ন দুঃসাহসিক অভিযান চালান। এই অপারেশন তাঁরাই কিলো ফ্লাইট নাম দেন।

নামঃ বাংলাদেশ বিমান বাহিনী ।
সক্রিয়ঃ ১৯৭১ - বর্তমান ।
ভূমিকাঃ আকাশ যুদ্ধ ।
অংশীদারঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী ।
বিমান সদরঃ ঢাকা সেনানিবাস, ঢাকা ।
ডাকনামঃ বিএএফ ।
নীতিবাক্যঃ বাংলার আকাশ রাখিব মুক্ত।
রংঃ হালকা আকাশি, গাঢ় আকাশি ।
মাস্কটঃ উড়ন্ত ঈগল ।
যুদ্ধসমূহঃ স্বাধীনতা যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, চট্টগ্রাম সংঘাত ।
ওয়েবসাইটঃ www.baf.mil.bd ।

বিষয়: বাংলাদেশ-বিমান বাহিনী

প্রতিটা প্রশ্নের মান = ১

প্রশ্ন-১. ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল ?

ক. বৃহস্পতিবার খ. শুক্রবার গ. শনিবার ঘ. রবিবার

প্রশ্ন-২. সঠিক বানান কোনটি ?

ক. কূসংস্কার খ. কুসংস্কার গ. কুসংশ্কার ঘ. কূসংশ্কার

প্রশ্ন-৩. সৎ যদি অসৎ হয় তাহলে দাতা হবে কি ?

ক. দানশীল খ. গ্রহীতা গ. কৃপণ ঘ. ঘৃণ্য

প্রশ্ন-৪. আয়নায় প্রতিফীলত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না ?

ক. OPT খ. NOON গ. SOS ঘ. OTTO

প্রশ্ন-৫. Univercity তে কতটি vowel আছে ?

ক. ৩টি খ. ৪টি গ. ২টি ঘ. নেই

প্রশ্ন-৬. দুইটি কবুতর, দুইটি বিড়াল ও দুইচি সাপের কতটি পা আছে ?

ক. ১২ টি খ. ১৩ টি গ. ১৪ টি ঘ. ১৫ টি

প্রশ্ন-৭. Navy is to Sailor as Army is to ?

ক.Fighter খ.Soldier গ.Sainik ঘ.Shooter

প্রশ্ন-৮. সুপারসনিক কিসের নাম ?

ক. বিমান খ. হেলিকপ্টার গ. জাহাজ ঘ. নৌকা

প্রশ্ন-৯. ৩,৬,৯,১২,১৫,১৮ সিরীজের পরবর্তী সংখ্যাটি কত ?

ক. ১৯ খ. ২০ গ. ২১ ঘ. ২২

প্রশ্ন-১০. ১,৩,৫,৭,৯ পরের সংখ্যাটি কত ?

ক. ৭ খ. ১৩ গ. ১৫ ঘ. ১১

প্রশ্ন-১১. বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তন করেন কে ?

ক. প্যারীচাঁদ মিত্র খ. গিরীশচন্দ্র সেন গ. প্রমথ চৌধুরী ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন-১২. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন?

ক. লেবানন খ. সিরিয়া গ. ইরান ঘ. জর্ডান

প্রশ্ন-১৩. কোন শাখায় শক্তি নিয়ে আলোচনা করা হয় ?

ক. রসায়ন খ. পদার্থবিজ্ঞান গ. জীববিজ্ঞান ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৪. বাংলা লেখ্য সাধুরীতির প্রকৃত বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে ?

ক. মধ্যযুগের শুরুতে খ. ইংরেজদের আগমনের পরে গ. মধ্যযুগের মাঝামাঝি ঘ. ইংরেজদের আগমনের পূর্বে

প্রশ্ন-১৫. মহানবী (স.) ব্যবসার উদ্দেশ্যে কোন দেশে গিয়েছিলেন ?

ক. লেবানন খ. সিরিয়া গ. ইরাক ঘ. ইরান

প্রশ্ন-১৬. বাংলা ভাষার মৌলিক ধ্বনি কত টি ?

ক. ৩৭ টি খ. ৩৮ টি গ. ৩৯ টি ঘ. ৪০ টি ‍

প্রশ্ন-১৭. কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হাতে যে রাত্রে বহীবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ। উপরিউক্ত চরণের রচয়িতা কে ?

ক. শামসুর রহমান খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. কোনটিই নয়

প্রশ্ন-১৮. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম ?

ক. আমেরিকা খ. থাইল্যান্ড গ. জাপান ঘ. নেপাল

প্রশ্ন-১৯. ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম’ এই লাইনটির লেখক বা কবি কে ?

ক. শামসুর রহমান খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. বেগম সুফিয়া কামাল

প্রশ্ন-২০. বাংলা একাডেমির মূল ভবনের নাম কী ছিল ?

ক. ঢাকা হাউস খ. বর্ধমান হাউস গ. কলিকাতা হাউস ঘ. বাংলা একাডেমি

সঠিক উত্তর দেখতে এখানে ক্লিক করুন